• তথ্য ও প্রযুক্তি

প্রথমবার গাড়ি কেনার সময় কী কী বিষয়ে সতর্ক হবেন

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সিএনআই

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ির শখ কমবেশি সবারই আছে। নিজের একটি গাড়ি থাকলে, যখন যেখানে খুশি চলে যাওয়া যাবে সেটিকে সঙ্গী করে। তবে সেই স্বপ্ন পূরণ করতে অনেকের কম সময় লাগে আবার কারও বেশ অনেকটা সময় লেগে যায়। তাই তো এত সাধের গাড়ি একটু বুঝে শুনেই কেনা ভালো।

আবার তা যদি হয় প্রথমবার। তাহলে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। জেনে নিন কী কী বিষয়ে সতর্ক হবেন-

বাজেট নির্ধারণ
গাড়ি কেনার আগে প্রথমেই সঠিক ভাবে বাজেট নির্ধারণ করতে হবে। নতুন গাড়ি নাকি সেকেন্ড-হ্যান্ড গাড়ি কেনা উচিত-সেটা ঠিক করতে হবে। নতুন গাড়ির দাম একটু বেশি পড়ে যাবে। তবে সেটা দীর্ঘ সময়ের জন্য ভালো পরিষেবা দিতে পারে। অন্যদিকে সেকেন্ড-হ্যান্ড গাড়ি কম দামে পাওয়া যাবে। আর প্রথম ড্রাইভিংয়ের জন্য কিন্তু ভালো বিকল্প হতে পারে। সব জানা থাকলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে কোনটি কিনবেন।

গাড়ির রানিং কস্ট
গ্রাহক কীভাবে নিজের গাড়ি ব্যবহার করবেন, সেটা ভাবনাচিন্তা করাটাও গুরুত্বপূর্ণ। শহরে বেশি গাড়ি চালানো হলে মারুতি সুজুকি, হুন্দাই, অন্যদিকে যাঁরা দীর্ঘ দূরত্বে ভ্রমণ করেন কিংবা হাইওয়ে দিয়ে যাতায়াত করেন, তারা হুন্দাই সিটি কিংবা টাটা নিক্সন-এর মতো সিডান অথবা এসইউভি মডেল কিনতে পারেন।

মাইলেজ ও রক্ষণাবেক্ষণ
প্রথম গাড়ি কেনার ক্ষেত্রে এই দুই বিষয়ও মাথায় রাখা আবশ্যক। গাড়ি কম চললে পেট্রোল গাড়ি ভালো বিকল্প হতে পারে। গাড়ি বেশি চালানো হলে ডিজেল অথবা সিএনজি মডেলই ভালো।

মন্তব্য (০)





image

‘ডিলিট ফর এভরিওয়ান’ করা মেসেজ দেখবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। যা সারা বিশ্বে ব...

image

তিন স্তরে ইন্টারনেটের দাম কমছে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: দেশে তিন স্তরে ইন্টারনেটের দাম কমছে বলে জানিয়েছেন ড...

image

বাংলাদেশে স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু

তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতি...

image

৩০০ বিপজ্জনক অ্যাপ সরিয়ে নিলো গুগল

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ড...

image

হোয়াটসঅ্যাপে ছবি শেয়ার করা যাবে আরও সহজে

তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার ...

  • company_logo