• তথ্য ও প্রযুক্তি

৩০০ বিপজ্জনক অ্যাপ সরিয়ে নিলো গুগল

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: গুগলের প্লে স্টোরে রয়েছে লাখ লাখ অ্যাপ। যখন যা প্রয়োজন ডাউনলোড করে নিতে পারছেন। তবে এই প্লে স্টোরেও রয়েছে ক্ষতিকর অ্যাপ। যা একেবারে আসল অ্যাপের মতোই দেখতে। হ্যাকরা এসব অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের ফোনের বিভিন্ন ডাটা চুরি করে।

এরই মধ্যে গুগল প্লে স্টোর থেকে অসংখ্য অ্যাপ সরিয়ে নিয়েছে, তা ক্ষতিকর বুঝতে পেরে। সম্প্রতি গুগল প্লে স্টোর ৩০০টিরও বেশি অ্যাপ সরিয়ে নিয়েছে। তথ্য চুরি অভিযোগ উঠেছে এসব অ্যাপের বিরুদ্ধে। ব্যবহারকারীদের থেকে তথ্য চুরি করছিল এই অ্যাপগুলো।

অ্যাপগুলো অ্যান্ড্রয়েড ১৩-র নিরাপত্তা বৈশিষ্ট্যগুলোকে বাইপাস করে ব্যবহারকারীর তথ্য চুরি করে চলছিল। এই অ্যাপগুলো মোট ৬ কোটিরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

আইএএস ল্যাবের রিপোর্ট বলছে যে ১৮০টি অ্যাপ উপলব্ধ, যেগুলো ২০ কোটি জাল বিজ্ঞাপনের অনুরোধ পাঠিয়েছে ব্যবহারকারীদের। পরে অনুসন্ধানে দেখা গিয়েছে এই অ্যাপের সংখ্যা রয়েছে ৩৩১টি। এই অ্যাপগুলো বিজ্ঞাপন দেখিয়ে ব্যবহারকারীদের থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে নিত। ফিশিং হানার মাধ্যমে ব্যবহারকারীদের ক্রেডিট কার্ডের তথ্য চুরি করার চেষ্টা করেছিল এই অ্যাপগুলো।

এই অ্যাপগুলো ফোনে নিজেদের তথ্য লুকিয়ে রাখতে পারে। এমনকি এই অ্যাপগুলো নিজেদের নাম বদলে নিয়েছিল। ব্যবহারকারীর ইন্টার‍্যাকশন ছাড়াই চালু হয়েছিল এই অ্যাপগুলো। আর ব্যাকগ্রাউন্ডে চালু থাকত সবসময় এই ধরনের অ্যাপগুলো।

এর মধ্যে কিছু ফুলস্ক্রিন বিজ্ঞাপন দেখায়, অ্যান্ড্রয়েড ব্যাক বাটন বা জেসচার নিষ্ক্রিয় করতে পারে। ট্র্যাকিং অ্যাপ, হেলথ অ্যাপ, ওয়ালপেপার, কিউআর কোড স্ক্যানারের মত ইউটিলিটি অ্যাপের সঙ্গে এগুলি জুড়ে থাকে। এগুলো ডাউনলোড করার সঙ্গে সঙ্গে এই অ্যাপের ডেভেলপারসরা অ্যাপে জুড়ে দিতেন অতিরিক্ত ফাংশনালিটি, রিপোর্ট পাওয়ার পরে পরেই এই সব অ্যাপগুলো গুগল প্লে স্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

 

মন্তব্য (০)





image

গুগল সার্চে আসছে পরিবর্তন

তথ্য প্রযুক্তি ডেস্ক : সার্চ ইঞ্জিনকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নত...

image

প্রতিদিন ২৫০ কোটির বেশি নির্দেশনা সামলাতে হয় চ্যাটজিপিটিকে

তথ্য প্রযুক্তি ডেস্ক : চ্যাটবট চ্যাটজিপিটি হচ্ছে— ওপেনএআইয়ের তৈরি ...

image

জানা গেলো আইফোন ১৭ প্রো-এর ডিজাইন, ক্যামেরা কেমন হবে

তথ্য প্রযুক্তি ডেস্ক : সেপ্টেম্বরেই বাজারে আসবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স...

image

মারুতির প্রথম বৈদ্যুতিক গাড়ি, কী কী ফিচার থাকছে

নিউজ ডেস্ক : গাড়ির বাজারে অন্যতম জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড মারুতি সুজুকি। ...

image

ফোনে ওয়াই-ফাইয়ের পাসওয়ার্ড চেক করবেন যেভাবে

নিউজ ডেস্ক : প্রায় সবাই এখন ঘরে ওয়াই-ফাই ব্যবহার করেন। অনেক সময় এমন হয় য...

  • company_logo