
ছবিঃ সিএনআই
বিনোদন ডেস্কঃ ২৯ জুন, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ১৮তম এজেএফবি (আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ) স্টার অ্যাওয়ার্ড ২০২৫। বিকেল ৪টায় শুরু হওয়া এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফারুক হোসেন মজুমদার।
চলচ্চিত্র, সংগীত, ডিজিটাল কনটেন্ট এবং নৃত্যসহ নানা শাখার গুণীজনদের স্বীকৃতি প্রদানের এই আয়োজনে ‘বেস্ট ড্যান্স আর্টিস্ট অ্যান্ড কোরিওগ্রাফার অ্যাওয়ার্ড’ অর্জন করেন জনপ্রিয় তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ।
নৃত্যশিল্পে তাঁর সৃজনশীলতা, কোরিওগ্রাফিতে বৈচিত্র্য এবং মঞ্চে দুর্দান্ত উপস্থিতির জন্য ইতোমধ্যে তিনি তরুণ প্রজন্মের কাছে বিশেষভাবে পরিচিত। নিয়মিত দেশ-বিদেশে স্টেজ পারফর্ম করে যাচ্ছেন তিনি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সমানভাবে জনপ্রিয়, যেখানে তিনি ভিন্নধর্মী ট্রেন্ডিং ড্যান্স কভার দিয়ে ইতিমধ্যেই গড়ে তুলেছেন বিশাল সংখ্যক অনুরাগী।
আধুনিক ধারার নৃত্য ও দেশীয় ঐতিহ্যের সংমিশ্রণে আলিফের কোরিওগ্রাফি নতুন মাত্রা এনেছে। তাঁর নৃত্য পরিবেশনায় যেমন থাকে প্রাণবন্ততা, তেমনি থাকে নিখুঁত ছন্দ ও দৃষ্টিনন্দন উপস্থাপনা।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফারুক হোসেন মজুমদার বলেন, “আমরা সবসময় চেয়েছি নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীদের জাতীয় পর্যায়ে স্বীকৃতি দিতে। মোফাসসাল আলিফ সেই উদাহরণ, যে তাঁর নৃত্যশৈলী দিয়ে আজকের তরুণ সমাজকে নন্দনশীলতার পাশাপাশি শিল্পমনস্কতায়ও উদ্বুদ্ধ করছে।”
অনুষ্ঠানে আরও আজীবন সম্মাননায় ভূষিত হন বরেণ্য অভিনেতা আলীরাজ। বিশেষ সম্মাননা পান জনপ্রিয় অভিনেতা হেলাল খান। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান নিরব হোসেন এবং সেরা অভিনেত্রী পূজা চেরি। ওটিটি বিভাগের সেরা অভিনেতা নির্বাচিত হন আবদুর নূর সজল। গানের বিভাগে সম্মাননা অর্জন করেন আসিফ আকবর, বেলাল খান ও ইথুন বাবু।
নাচ, গান ও অভিনয় পরিবেশনার মধ্য দিয়ে জমকালো এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। ডিজিটাল কনটেন্ট নির্মাতা, চলচ্চিত্র তারকা ও সংগীতশিল্পীদের এক মঞ্চে সম্মাননা প্রদানের মাধ্যমে এজেএফবি তুলে ধরেছে দেশের সাংস্কৃতিক অঙ্গনের আন্তঃসম্পর্ক ও নতুন ধারার বিকাশ। তরুণ প্রতিভাদের এই স্বীকৃতি ভবিষ্যতের শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করবে—এমনটাই প্রত্যাশা দর্শক-শ্রোতাদের।
বিনোদন ডেস্কঃ মানুষের জীবন বড়ই বিচিত্র, আনন্দের চেয়ে যন্ত্রণাই যেন বেশি।...
বিনোদন ডেস্কঃ বুধবার ৯ জুলাই সন্ধ্যায় তারকাদের উপস্থিতিতে জমকালো আয়োজনে...
বিনোদন ডেস্কঃ শেফালি জরিওয়ালার নাম উচ্চারণ না করেই তার মৃত্যু নিয়ে মশকরা করল...
বিনোদন ডেস্কঃ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল...
বিনোদন ডেস্কঃ প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ নায়িকা রাশমিকা মান্দানার। ফ্যা...
মন্তব্য (০)