• বিনোদন

‘কিং’ সিনেমায় যে চরিত্রে হাজির হবেন শাহরুখ

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্কঃ দীর্ঘ বিরতির পর ২০২৩ সালে নতুনরূপে ফিরে আসেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ‘পাঠান’ ও ‘জওয়ান’ সিনেমা দর্শকদের উপহার দিয়ে ঝড় তোলেন তিনি। ব্যবসাসফল সিনেমা ইন্ডাস্ট্রিকে উপহার দিয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাদশাহ। 

আবারও অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে ফিরছেন কিং খান। তার নতুন সিনেমা ‘কিং’-এ এক ভয়ঙ্কর ভাড়াটে খুনির চরিত্রে দেখা যাবে বাদশাহকে। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে। আর এ সিনেমার মধ্য দিয়েই বড়পর্দায় অভিষেক হতে চলেছেন শাহরুখকন্যা সুহানা খানের।

জানা গেছে, 'কিং' সিনেমায় এক বিদেশি কারাগার কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বিশাল অ্যাকশন দৃশ্য। এই দৃশ্যের জন্য গত কয়েক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করেছেন শাহরুখ খান।  এই অ্যাকশন দৃশ্যে বাদশাহ একাই মোকাবিলা করছেন দুই শতাধিক স্টান্টম্যানকে। শুধু তাই নয়, দৃশ্যটির পরিকল্পনা ও কোরিওগ্রাফির জন্য পরিচালক সিদ্ধার্থ আনন্দ এনেছেন তিনজন আন্তর্জাতিক অ্যাকশন বিশেষজ্ঞ। এ সিনেমাটিতে তার চরিত্রে যেমন রয়েছে নির্মমতা, তেমনি রয়েছে ঝলমলে গ্ল্যামার।

গত ১৫ জুন কারাগারের ভেতরে জনসমাগমের দৃশ্য ধারণ করা হয়। এতে অংশ নিয়েছিলেন প্রায় দুই শতাধিক স্টান্ট পারফর্মার। ২১ জুন পর্যন্ত চলবে এই অ্যাকশন দৃশ্যের শুটিং।

 এ সিনেমায় শাহরুখ ও সুহানা খান ছাড়াও আরও থাকছেন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অর্জাদ ওয়ারসি, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল, অভয় ভার্মা প্রমুখ। এ সিনেমার মূল খলচরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।

উল্লেখ্য, 'কিং' সিনেমাটি প্রায় ১০০ দিনের বেশি সময় ধরে শুটিং করা হবে। এটি ২০২৬ সালের গান্ধীজয়ন্তী উপলক্ষ্যে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি। আর এ সিনেমার পটভূমি সংগীত করছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন আর গানের সুরকার হিসেবে থাকছেন সাচিন-জিগার। 

মন্তব্য (০)





image

রাজধানীতে ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা, যা বললেন বাঁধন

বিনোদন ডেস্কঃ রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল...

image

যে কারনে রাশমিকার ছুটির দিন কাটে কান্নাকাটি করে!

বিনোদন ডেস্কঃ প্রাপ্তির ঝুলি কানায় কানায় পূর্ণ নায়িকা রাশমিকা মান্দানার। ফ্যা...

image

যে কারনে কাঁদতে কাঁদতে মুম্বাই ছাড়লেন নোরা

বিনোদন ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি কাঁদতে...

image

সন্তান দাবি করে ছবি প্রকাশ, এবার যা বললেন তানজিন তিশা

বিনোদন ডেস্কঃ বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।...

image

এবার মা হতে চান জয়া আহসান

বিনোদন ডেস্কঃ মডেলিং, টেলিভিশন নাটক ও চলচ্চিত্র মিলিয়ে তিন দশক ধরে বিনোদন অঙ্...

  • company_logo