ছবিঃ সিএনআই
নীলফামারী প্রতিনিধি :পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৪ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৬টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় রবিবার (২৫ জানুয়ারি) ভোর আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলার সদর থানাধীন জোতহাসনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অধিনায়ক, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর পরিকল্পনা ও নির্দেশনায় মাগুরমারী বিওপির একটি নিয়মিত টহল দল সুবেদার মো. সেলিম মৃধার নেতৃত্বে সীমান্ত পিলার ৭৪২/১৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জোতহাসনা (ডাকঘর-সাতমেরা, ইউনিয়ন-৬নং সাতমেরা, থানা ও জেলা-পঞ্চগড়) এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে বাংলাদেশে চোরাচালানের উদ্দেশ্যে আনা ৬টি ভারতীয় গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত গরুগুলোর আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ২৫ হাজার টাকা।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) জানায়, সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বিজিবি আরও জানায়, চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।
পাবনা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ১৮ দিন বাকি।...
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদর হাসপাতালে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাস...
গাজীপুর প্রতিনিধি : গান আর করতালিতে ভরে উঠেছিল পূজামণ্ডপের মঞ্চ। নেতাকর্...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল স্থলবন্দরে ভারত থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে...

মন্তব্য (০)