• সমগ্র বাংলা

নারায়ণগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতার কার্যালয়ে হামলা, গুলিবর্ষণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের এক নেতার কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় কার্যালয় থেকে নগদ অর্থ লুট এবং আশপাশের যানবাহন ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

শনিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যোগ হবে) রাত ১১টার দিকে ফতুল্লা থানাধীন পূর্ব সস্তাপুর এলাকায় ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডসংলগ্ন স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন মোহাম্মদ সুজন ওরফে এসকে শাহীন ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জেরে কুতুবআইলের রবিন ওরফে পিস্তল রবিন, মিঠু, রবিনের ভায়রা খান, কিস্তি ওয়াসিম, বাপ্পি, রোহান, সোহেল, মুন্নাসহ ১৮ থেকে ২০ জন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগ–সংশ্লিষ্ট সন্ত্রাসী শনিবার রাত ১১টার দিকে তালাবদ্ধ কার্যালয়ে হামলা চালায়। তারা কার্যালয়ের দরজা ভেঙে চেয়ার–টেবিলসহ বিভিন্ন আসবাবপত্রে ব্যাপক ভাঙচুর করে এবং ভেতর থেকে প্রায় ১০ লাখ টাকা লুট করে নেয়। পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও ভাঙচুর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার সময় আশপাশে থাকা ৮ থেকে ১০টি ওষুধ পরিবহনের পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশা ভাঙচুর করে এবং শর্টগান দিয়ে আনুমানিক ১২ থেকে ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। হামলার সময় সন্ত্রাসীদের মাথা ও মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল।

লিখিত অভিযোগে দাবি করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পরিস্থিতি অবনতির সুযোগে পিস্তল রবিন ও মিঠু তাদের সহযোগীদের নিয়ে থানা থেকে অস্ত্র লুট করে। ওই অস্ত্র দিয়েই স্বেচ্ছাসেবক দলের কার্যালয়ে এসে এসকে শাহীনকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়।

এ বিষয়ে শাহীন মোহাম্মদ সুজন ওরফে এসকে শাহীন বলেন, “রাতে বাসায় খাবার খাওয়ার সময় হঠাৎ একাধিক গুলির শব্দ শুনি। পরে ফোনে জানতে পারি আমাদের দলীয় কার্যালয়ে হামলা হয়েছে। সন্ত্রাসীদের নাম জানতে পেরে বিষয়টি দ্রুত থানা পুলিশকে জানাই। পুলিশ ঘটনাস্থলে এসে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

হামলার খবর পেয়ে রাতেই বিএনপি ও শরিক দলের নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান বলেন, “হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। তারা ঘটনার পর আত্মগোপনে রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।”

মন্তব্য (০)





image

‎রড ভর্তি ট্রাক ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২, ট্রাক ও রড উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধিঃ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রড ভর্তি ট্রাক ডাক...

image

দোহারে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন, প্রার্থীর এজেন্টকে অর্থ...

দোহার (ঢাকা) প্রতিনিধি : ঢাকার দোহার নির্বা...

image

পাবনায় মোটরসাইকেল ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৩

পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও ভুটভুটির মুখো...

image

নওগাঁয় আন্ত:জেলা ডাকাত চক্রের ছয়জন সদস্য আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডাকাতি ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ডাকাত...

image

পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির অভিযানে চোরাচালানি মালামাল আটক

নীলফামারী প্রতিনিধি: পঞ্চগড় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ ...

  • company_logo