• রাজনীতি

হত্যার হুমকি পাচ্ছি, আমার ৩ শিশু কন্যাকে দেখে রাইখেন: আমির হামজা ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার (১৮ জানুয়ারি) বিকাল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।


‎ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন, শনিবার থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, তা প্রতিষ্ঠিত করবেন এবং আমার ৩ শিশু কন্যাকে একটু দেখে রাখবেন।

‎এদিকে, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার অভিযোগে মুফতি আমির হামজার বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়ার বটতৈল মোড় থেকে একটি মিছিল বের হয়ে চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, একজন আলেম হিসেবে মুফতি আমির হামজার এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত। তারা দাবি করেন, কোনো মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য একজন আলেমের কাছ থেকে গ্রহণযোগ্য নয়।

‎উল্লেখ্য, শুক্রবার (১৬ জানুয়ারি) থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আরাফাত রহমান কোকোকে নিয়ে মুফতি আমির হামজার দেওয়া একটি ২৪ সেকেন্ডের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

‎ফেসবুক পোস্টে ব্যাখ্যা দিয়ে জানান, উক্ত বক্তব্যটি ২০২৩ সালে দেওয়া হয়েছিল। তিনি লেখেন, মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালের। একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণ দিতে ভুল করায় আমি তখনই দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। তবে পুরোনো বক্তব্যকে নির্বাচনকালীন বক্তব্য হিসেবে উপস্থাপন করে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।

‎ঘটনাটি নিয়ে কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতির দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজর রাখছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মন্তব্য (০)





image

নুরের বক্তব্যের কড়া জবাব দিলেন রেজা কিবরিয়া

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন...

image

মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্...

নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে ঢ...

image

‎বিএনপি সরকার গঠন করলে ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে চলবে: সু...

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (...

image

উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিক...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জি...

image

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় নাহিদ-আসিফ

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ...

  • company_logo