• রাজনীতি

‎জুলাই শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সভায় অংশ নেন।

‎মতবিনিময় সভায় জুলাই আন্দোলনে শহীদ আনাসের মা আবেগাপ্লুত কণ্ঠে বলেন, তারেক রহমান আগামী নির্বাচনে বিজয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার হবে—এটাই আমাদের বিশ্বাস। তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকার যে লক্ষ্য নিয়ে গঠিত হয়েছিল, তা এখনো বাস্তবায়ন হয়নি। আজও তার সন্তানের হত্যাকারীরা গ্রেপ্তার হয়নি। তবে ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে ন্যায়বিচার নিশ্চিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

‎শহীদ জাহিদের মা ফাতেমাতুর জোহরা কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের স্মৃতিচারণ করে বলেন, বড় ছেলেকে হারানোর পর তার জীবন একেবারে শূন্য হয়ে গেছে। তিনি জানান, সন্তানের মৃত্যুর পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই শূন্যতা আর পূরণ হয়নি। একসময় যিনি ‘আম্মু’ বলে ডাকতেন, আজ সেই ডাক শোনার মতো কেউ নেই।

‎তিনি আরও বলেন, এই দুঃসময়ে বিএনপির পরিবার তাদের পাশে না দাঁড়ালে সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হতো না। অনেকেই পাশে না থাকলেও বিএনপি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

‎শেষে ফাতেমাতুর জোহরা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমি তারেক রহমানকে ধন্যবাদ জানাই। তার পরিবার ও তার মায়ের জন্য দোয়া করি। ইনশাআল্লাহ তিনি আমাদের পাশে থাকবেন।

মন্তব্য (০)





image

নুরের বক্তব্যের কড়া জবাব দিলেন রেজা কিবরিয়া

নিউজ ডেস্ক : গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন...

image

মামুনুল হকের সম্মানে দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্...

নিউজ ডেস্ক : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সম্মানে ঢ...

image

‎বিএনপি সরকার গঠন করলে ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে চলবে: সু...

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (...

image

উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্ম বার্ষিক...

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জি...

image

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় নাহিদ-আসিফ

নিউজ ডেস্ক : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ...

  • company_logo