• সমগ্র বাংলা

পাবনায় কারাগারে থাকা আ.লীগ নেতা প্রলয় চাকির মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

পাবনা প্রতিনিধিঃ পাবনার বিশিষ্ট সঙ্গীত শিল্পী, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা আওয়ামী শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক, বনমালী শিল্পকলা কেন্দ্রের যুগ্ন সম্পাদক (সংস্কৃতি) প্রলয় চাকির মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) রাত নয়টার দিকে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পাবনা জেল সুপার ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা জেলা কারাগারে বন্দি থাকাবস্থায় গত শুক্রবার সকালে হৃদরোগ ও ডায়াবেটিসজনিত রোগে অসুস্থবোধ করেন। এ সময় তাকে পাবনা জেনারেল হাসপাতলে ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। সোমবার ময়নাতদন্ত শেষে তার মরদেহ পাবনাতে নিয়ে আসা হবে বলে তার স্বজনেরা জানিয়েছেন।

প্রসঙ্গত, প্রলয় চাকী জেলার এক সময়ের বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও অভিনেতা প্রয়াত লক্ষি দাস চাকির বড় ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গত ১৬ ডিসেম্বর সকালে প্রলয় চাকিকে তার পাথরতলাস্থ বাসভবন থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর থেকে পাবনা জেল কারাগারে ছিলেন।

এদিকে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে সাংস্কৃতিক পরিমন্ডলসহ তার পরিচিতজন ও শুভানুধ্যায়ীদের মাঝে।

মরদেহ পাবনাতে পৌঁছানোর পরে তার শেষকৃত্য হবার সময় সকলকে জানানো হবে বলেও জানান পরিবারের সদস্যরা।

মন্তব্য (০)





image

মানিকগঞ্জ হাসপাতালে স্বামীকে ভয়ভীতি দেখিয়ে স্ত্রীকে ধর্ষণ...

মা‌নিকগঞ্জ প্রতিনিধি : যাত্রাপথে রাত গভীর হওয়ায় নিরাপদ ...

image

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে ২০২০ সালে দায়ের হওয়া একটি মাদ...

image

জামালপুর-২ ফেসবুকে ভোট চেয়ে প্রচারনা, মেয়েসহ বিএনপির প্রা...

জামালপুর প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর উ...

image

দোহারে আওয়ামীলীগ থেকে দুই নেতার পদত্যাগ

দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহারে সংবাদ সম্মেলন করে আওয়ামীলীগ থেকে পদত্যাগ...

image

ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃ...

  • company_logo