ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে স্বাধীনতার পক্ষের শক্তিকে লালন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) এর প্রায় শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগদান করেছেন।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পৌর শহরের কেওয়া তমিরউদ্দিন আলিম মাদ্রাসার অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন।
জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করা নেতাকর্মীরা হলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির গাজীপুর জেলা সংগঠক আল্পনা আক্তার ছোঁয়া, গাজীপুর জেলা এনসিপির সদস্য কাইফাত মোড়ল, ওয়াসিম আকরাম,শফিকুল ইসলাম। জাতীয় যুব শক্তির নাঈম মিয়া, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাদিকুর রহমান, রাসেল মোড়ল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হারুন অর রশিদ শিমুল, রাসেল মিয়া, মুক্তা।
ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে যোগদান করা নেতাকর্মী হলেন, শ্রীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ কর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, ওলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক মোহাম্মদ হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব মো. বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সদস্য মাহফুল হাসান হান্নান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, যুগ্নআহ্বায়ক অ্যাডঃ আহসান কবির, শ্রীপুর পৌর বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল হক মোল্লা, শরিফ মাহমুদ সিদ্দিকী, শাহজাহান সজল, বিল্লাল হোসেন, রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা কৃষকদলের আহ্বায়ক এসএম আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিয়াউল করিম রিফাত, শ্রীপুর পৌর ছাত্রদল সভাপতি মামুন আকন, সদস্য সচিব আজিজুল হক রাজন প্রমুখ।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে একজন বাক প্রতিবন্ধী...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃঅবৈধ অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সী...
নওগাঁ প্রতিনিধি: “জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গম, আল্লাহ...

মন্তব্য (০)