• সমগ্র বাংলা

প্রথমবারের মতো ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছে রাণীনগরের যুবক-যুবতীরা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে প্রথমবারের মতো ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ  (টেকাব ২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার ভ্যানে জানুয়ারী-ফেব্রুয়ারী ২০২৬ (০২মাস) মেয়াদী কম্পিউটার এন্ড নেটওয়ার্কিং বিষয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পর থেকেই প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

উপজেলা যুব অধিদপ্তর সূত্রে জানা প্রশিক্ষণে শিক্ষার্থী পেতে গত ১ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার স্বাক্ষরিত একটি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির আলোকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুব নারীরা প্রশিক্ষণের জন্য আবেদন করেন। প্রশিক্ষণার্থী নির্বাচনের লক্ষ্যে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গত ২৭ ডিসেম্বর রাণীনগর মহিলা কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৩০ ডিসেম্বর পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এরপর চূড়ান্তভাবে ২২ জন যুব নারী ও ১৮ জন যুবকসহ মোট ৪০ জনকে বিনামূল্যে প্রশিক্ষণের জন্য নির্বাচন করা হয়। পাশাপাশি ৪ জন যুবক ও ৩ জন যুব নারীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। এই ৪০জন শিক্ষার্থীদের প্রতিদিন (ছুটি ব্যতিত) তিন শিফটের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে। সম্প্রতি এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এসময় উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিপ্তরের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এলাকাবাসীসহ সচেতন মহল দক্ষ যুব সমাজ গড়ে তুলতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

প্রশিক্ষণার্থী সঞ্জয় হালদার, মেজবাউল হক, রাব্বানী হাসান, তাসনিয়া হাসান, শরীফ হোসেন, আনিকা, ইফতিসহ অন্যান্য প্রশিক্ষণার্থীরা প্রশিক্ষণে সন্তুষ্টি ও উৎসাহ প্রকাশ করে জানায় বাড়ির কাছে সুন্দর পরিবেশে হাতে ও কলমে এই ধরণের গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ পাওয়া সত্যিই ভাগ্যের বিষয়। বিশেষ করে প্রশিক্ষণ শেষে পাওয়া সরকারি প্রতিষ্ঠানের সনদপত্র পরবর্তি জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পড়ালেখার ফাঁকে এই ধরণের প্রশিক্ষণ খুবই জরুরী বলে তারা মনে করে। তাই আগামীতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখতে তারা সরকারের সুদৃষ্টি কামনা করেছে।  

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব ইবনু সাব্বির আহমেদ জানান যুব উন্নয়ন অধিদপ্তরের টেকাব (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ক ২মাস মেয়াদি প্রশিক্ষণ কোর্সের শুরু হয়েছে। আগামীর টেকসই যুব সমাজ বিনির্মাণ করতে কম্পিউটার বিষয়ে সম্মুখ ধারণার কোন বিকল্প নেই। একজন শিক্ষিত যুবক ও যুব নারীরা যে কর্মেই যাবেন কম্পিউটার বিষয়ে বেসিক ধারণা থাকা খুবই জরুরী। প্রতিটি চাকরী ও স্বাভাবিক জীবন-যাপনে নিত্য প্রয়োজনীয় বিষয়ে পরিণত হচ্ছে কম্পিউটার। তাই প্রথমবারের মতো উপজেলার শিক্ষিত আগ্রহী যুবক ও যুবতীদের মাঝে বিনামূল্যে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ শেষে প্রতিটি শিক্ষার্থীকে সনদপত্র ও সম্মানী প্রদান করা হবে। এই প্রশিক্ষণ প্রতিটি প্রশিক্ষণার্থীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান দক্ষ যুব সমাজ বিনির্মাণে সরকার বদ্ধ পরিকর। যে কোনো বিষয়ে প্রশিক্ষিত যুবক-যুবতী দেশের সম্পদ। বিশেষ করে বর্তমান কম্পিউটার নির্ভর বিশ্বে একজন কম্পিউটার জানা দক্ষ মানুষের কর্মের অভাব নেই। এছাড়া আগামীর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে হলে বর্তমান প্রজন্মের প্রতিটি মানুষকেই কম্পিউটার সম্পর্কে সম্মুখ ধারণা থাকা অতিব জরুরী। এমন কথা চিন্তা করে দেশের শিক্ষিত যুবক ও যুবতীদের সরকার বিনামূল্যে হাতে-কলমে কম্পিউটার প্রশিক্ষণ প্রদানের পদক্ষেপ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় ভ্রাম্যমাণ ভ্যানে এই কম্পিউটার প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পরবর্তিতে এই প্রশিক্ষণার্থীরা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সার্বিক সহযোগিতা নিয়ে কর্মসংস্থানের সৃষ্টির মাধ্যমে নিজেদের স্বাবলম্বী করতে পারবে। তাই আগামীতেও এই ধরনের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সরকারের সুদৃষ্টি কামনা করেছেন।

মন্তব্য (০)





image

চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি র‌্যাবিস ভ্য...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

image

বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় দিনাজপুরে গম এবং ভূট্রা ...

দিনাজপুর প্রতিনিধি : সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ...

image

দিনাজপুরে চালককে হত্যা করে ব্যাটারি চালিত ভ্যান ছিনতাই

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল এলাকায় চালককে অপহরন ...

image

মৃদু শৈত্যপ্রবাহে উত্তরাঞ্চল অচল:৯ ডিগ্রিতে নামল তাপমাত্রা

রংপুর ব্যুরো : ঘন কুয়াশা, হিমেল বাতাস ও টানা সূর্যহীন দিনের ...

image

বেপরোয়া মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালো তরুণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্...

  • company_logo