• সমগ্র বাংলা

পরকীয়া প্রতিরোধে কঠোর আইন ও স্ত্রীর কথিত প্রেমিকের বিচার দাবি ভুক্তভোগী স্বামীর

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে বিচার এবং পরকীয়া প্রতিরোধে রাষ্ট্রীয়ভাবে কঠোর আইন প্রণয়নের দাবিতে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী স্বামী। এ সময় তিনি স্ত্রীর পরকীয়ার প্রতিবাদ করতে গিয়ে মারধর, হত্যার হুমকি ও চরম নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে ধরে প্রশাসনের হস্তক্ষেপ ও ন্যায়বিচার কামনা করেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬) দুপুর ১টায় ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ১ নম্বর সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের বাসিন্দা সাগর আহমেদ। বর্তমানে তিনি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় বসবাস করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাগর আহমেদ জানান, ২০১৮ সালে পারিবারিকভাবে পাশ্ববর্তী এলাকার মিতু আক্তারের সঙ্গে রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের ঘরে বর্তমানে তিন বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর তিনি নিজের উপার্জিত অর্থ ব্যয় করে স্ত্রীকে ডিগ্রি পাশ করান।

তিনি বলেন, বিয়ের পর আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত হলে সংসারের প্রয়োজনে স্ত্রীর চাকরির ব্যবস্থা করি। তার পছন্দ অনুযায়ী আম্বালা ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে মাইক্রোক্রেডিট অফিসার হিসেবে চাকরি নেয়। কিন্তু ওই প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় একই প্রতিষ্ঠানের সহকর্মী রিয়াদ হোসেনের সঙ্গে তার অবৈধ পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগী স্বামীর অভিযোগ, বিষয়টি জানাজানি হলে তিনি প্রতিবাদ করলে উল্টো তাকে মারধর করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়। এ ছাড়া বিভিন্ন সময়ে তার স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাৎ করেছেন বলেও দাবি করেন তিনি। এসব বিষয়ে প্রতিবাদ জানালে স্ত্রী তার লোকজন নিয়ে তাকে মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন সাগর আহমেদ।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পরকীয়ার বিষয়টি জানার পর তিনি আম্বালা ফাউন্ডেশনের ম্যানেজার মিল্টনকে অবগত করেন। তবে অভিযোগ আমলে নেওয়ার পরিবর্তে ম্যানেজার মিল্টন লোকজন নিয়ে তাকে মারধর করেন। পরবর্তীতে তিনি প্রতিষ্ঠানটির কাছে দুই দফা লিখিত অভিযোগ দিলেও কোনো সহযোগিতা পাননি। বরং অভিযোগ করার জেরে বিভিন্ন নম্বর থেকে তাকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

সাগর আহমেদ বলেন, আমাকে মারধর করা হয়েছে, আমার তিন বছরের সন্তানকে রেখে তারা যে অসামাজিক কাজে লিপ্ত হয়েছে, তার উপযুক্ত বিচার চাই। পরকীয়ার প্রতিবাদ করতে গিয়ে আমি বর্তমানে প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছি।

তিনি আরও বলেন, সমাজে তার মতো অসংখ্য মানুষ পরকীয়াজনিত নির্যাতনের শিকার হলেও সামাজিক সম্মানের ভয়ে মুখ খুলতে পারেন না। এ অবস্থায় নারী-পুরুষ নির্বিশেষে পরকীয়ায় জড়িতদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে রাষ্ট্রীয়ভাবে একটি সুনির্দিষ্ট ও কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি।

এ ঘটনায় গত ২৫ ডিসেম্বর ভালুকা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান ভুক্তভোগী স্বামী।

সংবাদ সম্মেলন শেষে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্ত, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং স্ত্রী ও তার কথিত পরকীয়া প্রেমিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর তিন বছর বয়সী ছেলে সন্তান, ছোট ভাই সজীব ইসলাম, প্রতিবেশী রাসেল আহমেদ, মঞ্জুরুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

মন্তব্য (০)





image

যশোরে দুটি আসনে জামায়াত প্রার্থীসহ ৫ জনের প্রার্থিতা বাতিল

বেনাপোল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে...

image

চাটমোহরে আ.লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আকতার গ্রেপ্তার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন পরিষ...

image

খুনিদের বিচার নিশ্চিত না হলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্...

পঞ্চগড় প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চ...

image

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ গণপূর্ত অধিদপ...

ময়মনসিংহ প্রতিনিধি :সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

image

জনবান্ধব নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরু...

  • company_logo