• সমগ্র বাংলা

জনবান্ধব নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বর্তমানে জেলার সাধারণ মানুষের কাছে এক জনবান্ধব প্রশাসক হিসেবে পরিচিতি পাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি মাঠ পর্যায়ের কাজে সরাসরি অংশগ্রহণ, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দ্রুত সমস্যার সমাধানে উদ্যোগী ভূমিকা রেখে জনআস্থার নতুন দৃষ্টান্ত তৈরি করেছেন।

সম্প্রতি জেলার বিভিন্ন এলাকা যেমন নীলফামারী ও সৈয়দপুর রেলওয়ে স্টেশন, ফুটপাত, বাসটার্মিনালে অবস্থানরত, তিস্তার চরাঞ্চলে বসবাসকারী শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানের হঠাৎ পরিদর্শন, রাস্তা-ঘাটের উন্নয়ন অগ্রগতি তদারকি এবং জরুরি অভিযোগের তাৎক্ষণিক নিষ্পত্তির মাধ্যমে তিনি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

স্থানীয়দের মতে, প্রশাসনের উচ্চ পদে থেকেও মোহাম্মদ নায়িরুজ্জামান মানুষের সাথে সরাসরি কথা বলেন, সমস্যা শোনেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পাশাপাশি বাস্তব উদ্যোগও নেন। শহরের একজন বয়স্ক নাগরিক তসলিম উদ্দিন বাবু বলেন, ‘ওনি শুধু অফিসে বসে থাকেন না, মানুষের মধ্যে আসেন। এমন জেলা প্রশাসক আগে পাইনি। ’এ ছাড়া, বিভিন্ন সামাজিক উদ্যোগ, মানবিক সহায়তা, শিক্ষা সহায়তা এবং দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমে তার সক্রিয় উপস্থিতি জেলার মানুষকে অনুপ্রাণিত করছে। প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি মানবিকতার পরিচয় দিয়ে তিনি পেয়েছেন ‘জনবান্ধব প্রশাসক’ উপাধি।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ‘আমি প্রশাসক হিসেবে নয়, মানুষের সেবক হিসেবেই কাজ করতে চাই। নীলফামারীর প্রতিটি মানুষের সমস্যা ও উন্নয়নই আমাদের প্রথম অগ্রাধিকার।

সাধারণ মানুষের প্রত্যাশা-এই ধারাবাহিকতা বজায় থাকলে নীলফামারী উন্নয়ন ও মানবিক প্রশাসনের উদাহরণ হিসেবে সারা দেশে প্রশংসিত হবে।

মন্তব্য (০)





image

পরকীয়া প্রতিরোধে কঠোর আইন ও স্ত্রীর কথিত প্রেমিকের বিচার ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : স্ত্রী ও ত...

image

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ময়মনসিংহ গণপূর্ত অধিদপ...

ময়মনসিংহ প্রতিনিধি :সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন...

image

ফরিদপুরে হাত-পা বাঁধা গলাকাটা অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত-পা বাঁধা...

image

শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলায় ৪ পুলিশ আহ...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রী...

image

ফরিদপুরে পল্লীকবি জসীম উদ্দীনের ১২৩ তম জন্মবার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধিঃ দোয়া ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে ফরিদপ...

  • company_logo