• সমগ্র বাংলা

শতবর্ষের গৌরব, স্মৃতির মিলনমেলা: চুপাইর উচ্চ বিদ্যালয়ে উৎসবের রঙ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : শত বছরের ঐতিহ্য, শিক্ষা ও স্মৃতিকে একসূত্রে গেঁথে চুপাইর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠিত হয়েছে আনন্দঘন পরিবেশে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বিশিষ্টজনদের উপস্থিতিতে পরিণত হয় এক আবেগময় পুনর্মিলনীতে।

চুপাইর উচ্চ বিদ্যালয় শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী খালেকুজ্জামান বাবলুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ড. রফিকুল ই মোহামেদ। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মোহাম্মদ লুৎফুর রহমান পিএইচডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর অধ্যাপক ড. এস. এম. হাফিজুর রহমান, ব্র্যাক ব্যাংক এলপিসি বিভাগের ডিএমডি অ্যান্ড হেড অব অপারেশন ও বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. মনিরুজ্জামান মোল্লা।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চুপাইর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু স্বপন কুমার দেবনাথ, শতবর্ষ উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক মো. লুৎফুর রহমান বেলাল, সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অতিথিবৃন্দ জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন। শান্তির প্রতীক হিসেবে উড়ানো হয় পায়রা, গ্যাস বেলুন ও ফানুস।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয়ের ইতিহাসভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, শতবর্ষ স্মরণিকা গ্রন্থের মোড়ক উন্মোচন, র‍্যাফেল ড্র, পিঠা উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী এই আয়োজনে শতবর্ষের পথচলার স্মৃতি যেমন উঠে আসে, তেমনি ভবিষ্যতের প্রত্যাশাও নতুন করে আলোড়িত হয় অংশগ্রহণকারীদের মনে।

শিক্ষা, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধের আলোয় আরও একশ বছর এগিয়ে যাওয়ার প্রত্যয়ে শেষ হয় চুপাইর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান।

মন্তব্য (০)





image

লালমনিরহাটে অস্ত্রসহ শিবিরের বহিষ্কৃত নেতাকে আটক

লালমনিরহাট প্রতিনিধি : অস্ত্রসহ আতিক হাসান (২৫) নামে শিবিরের...

image

ঠাকুরগাঁও লিগ্যাল এইডে মিলল ন্যায্য সমাধান, জমি ফিরে পেলে...

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গড়ভবানীপুর...

image

লালমনিরহাটে ক্যাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি: দায়মুক্তি আইনের আওতায় বিদ্যুৎ ও জ্বা...

image

ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর পৌর শাখার প্রতিনিধি সম্মে...

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্র...

image

সাতকানিয়ায় কৃষি জমির মাটি কাটায় ব্রিক ফিল্ডকে ৩ লক্ষ টাকা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়া উপজেলার নলুয়া এলাকায় অবস্থিত...

  • company_logo