• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে তৌহিদী জনতার হামলায় বাউল আবুল সরকা‌রের তিন ভক্ত আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারের ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতারের পর তার মুক্তি ও শাস্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রবিবার সকালে শহরের বাসস্ট্যান্ড এলাকায় তৌহিদী জনতা ও আলেম ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করলে একই সময়ে আবুল সরকারের ভক্তরা মানববন্ধনের আয়োজন করে। এতে শহরের বিভিন্ন স্থানে টানটান উত্তেজনা সৃষ্টি হয়।

উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠের পাশে বাউল ভক্তদের উপর হামলা চালায় তৌহিদী জনতার একটি অংশ।

এ ঘটনায় আহত হন অন্তত তিনজন বাউল ভক্ত। তারা হলো, শিবালয়ের সাঁকরাইল গ্রামের আব্দুল আলিম, হরিরামপুরের ঝিটকার জহুরুল এবং সিংগাইরের তালেবপুর এলাকার আরিফুল ইসলাম। হামলার সময় তৌহিদী জনতার পক্ষের মাওলানা আব্দুল আলীম নামের এক মাদ্রাসা শিক্ষকও আহত হয়। এ ছাড়া হামলার শিকার আরো কয়েকজন দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ জানায়, দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কা থাকায় আগে থেকেই আলাদা সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবুও বিক্ষোভ চলাকালে বিচ্ছিন্ন ভাবে বাউল ভক্তদের উপর হামলা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তৌহিদী জনতা ও আলেম ওলামারা বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকারসহ কিছু বাউল আল্লাহ ও ইসলামের বিরুদ্ধে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিরতা সৃষ্টি করছেন। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

তারা আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।

বিক্ষোভ শেষে বেলা ১১টার দিকে তৌহিদী জনতার মিছিল দক্ষিণ সেওতা এলাকার শহীদ স্মৃতিস্তম্ভ এলাকায় পৌঁছালে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। এ সময় আবুল সরকারের মুক্তির দাবিতে প্রেস ক্লাব চত্বরে মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিলেন কয়েকজন বাউল শিল্পী। তৌহিদী জনতা তাদের ধাওয়া করলে সংঘর্ষ সৃষ্টি হয়।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনাস্থলের পাশেই পুলিশ মোতায়েন ছিল। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

এর আগে সকাল ৯টায় বাসস্ট্যান্ড এলাকা থেকে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা ডাকঘরের সামনে সমাবেশ করে। সমাবেশ থেকে বেরিয়ে বিক্ষিপ্ত ভাবে একটি অংশ বাউল ভক্তদের উপর হামলা চালায় বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম ও আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত।

কারাগারে যাওয়া আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। তিনি এলাকায় বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে পরিচিত।

মন্তব্য (০)





image

নিখোঁজের তিন দিন পর ফকিরের লাশ উদ্ধার

চট্টগ্রাম  প্রতিনিধি : বাশঁখালীতে  তিন দিন ধরে নিখোঁজ ফকিরের ...

image

ফরিদপুরে কিশোরীকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ: অভিযুক্ত প্রেমিক...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) চেতনা...

image

ফরিদপুরে শিশু জায়ান হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে ...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার মাথায় গাছের স...

image

ঈশ্বরগঞ্জের বিতর্কিত পিআইও রেজাউল করিমের বদলি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিতর্কিত প...

image

কালিয়াকৈরে ১৬ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে মসজিদের ইমা...

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদ...

  • company_logo