ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: খাদ্য সমৃদ্ধকরণ ও ভোক্তা অধিকার শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে রংপুর পুরাতন সার্কিট হাউজ কনফারেন্স রুমে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)র উদ্যোগে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাব'র সভাপতি সাবেক সচিব এ এইচ এম সফিকুজ্জামান।এতে বিশেষ অতিথি ছিলেন,রংপুর জেলা প্রশাসক মোঃ এনামুল আহসান। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,ক্যাবের কাজ শুধু বাজার মনিটরিং নয়।নাগরিক অধিকার বিষয়ে কাজ করতে হবে। যেমন,ওষুধের ফার্মেসিগুলোতে সচেতনতা বাড়াতে হবে।যাতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, নিম্নমানের ওষুধ,দাম বেশি, মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য বিক্রয় না করে। তাছাড়াও সার সিন্ডিকেট,পরিবহন সিন্ডিকেট,ভেজাল বীজ বিষয়েও সচেতনতা বাড়াতে ক্যাব সদস্যরা ভূমিকা পালন করবে। তাছাড়াও বাজারে ভোজ্যতেল যাতে খোলা ডামে বিক্রয় না হয়। সেক্ষেত্রে ব্যবসায়ী ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে। এক্ষেত্রে ভোক্তা অধিদপ্তর,বিএসটিআই, কৃষি বিভাগ, ওষুধ প্রশাসন অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। তাদের পাশাপাশি থেকে ক্যাবকেও এগিয়ে আসতে হবে।
ক্যাব রংপুর জেলা কমিটির সভাপতি মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে রংপুর বিভাগের ৮টি জেলার ক্যাবের সভাপতি,সম্পাদক সহ সদস্যগণ অংশ নেয়। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য পাওয়ার উপায় এবং ভোক্তার অধিকার নিয়ে আলোচনা করা হয়।
চট্টগ্রাম প্রতিনিধি : বাশঁখালীতে তিন দিন ধরে নিখোঁজ ফকিরের ...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৪) চেতনা...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের দুই ঘন্টার মাথায় গাছের স...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিতর্কিত প...
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার কালামপুর আদ...

মন্তব্য (০)