• লিড নিউজ
  • অর্থনীতি

‎দেশে ঊর্ধমুখী পেঁয়াজ-মরিচ-রসুনের দর, স্বস্তি ফিরেছে মাছে

  • Lead News
  • অর্থনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করেছে। সপ্তাহ গড়ালে যোগান আরও বাড়বে। তখন দাম কমবে— এমনটাই জানিয়েছেন বিক্রেতারা। তবে পেঁয়াজ-মরিচ-রসুনের বাজার কিছুটা ঊর্ধ্বমুখী। বোতলজাত সয়াবিন রাখতে খানিকটা আগ্রহ কমিয়েছে ব্যবসায়ীরা। মাছের বাজার তুলনামূলক স্বস্তির পথে।

‎শুক্রবার (১৭ অক্টোবর) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।

‎মূলত, নদীর মাছ কমলেও, রাজধানীতে চাষের মাছের ভরপুর যোগান। কেজিতে দর কমেছে ৫০ থেকে ১০০ টাকা। স্বস্তি ফিরছে চিংড়ির দামে। ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের তীব্রতা বাড়ার আগে এখন কিছুদিন মাছ বেশি ধরা পড়বে। ২২ দিন নিষেধাজ্ঞার পর ইলিশ ধরা শুরু হলে দর আরও কমবে। যদিও উপকূলে মাছের বেশ ঘাটতি রয়েছে।

‎বাজারে প্রতিকেজি বোয়াল ৮০০-১০০০ টাকা, কোরাল ৮৫০-৯০০ টাকা, আইড় ৭০০-৮০০ টাকা, চাষের রুই ৩০০-৪৫০ টাকা ও কাতল ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া তেলাপিয়া ১৮০ টাকা, চাষের পাঙাশ ২০০ টাকা, চাষের ট্যাংরা ৬০০ টাকা, এবং পাবদা ও শিং ৪০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

‎এছাড়া স্থিতিশীল রয়েছে মুরগির বাজার। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকায়, আর সোনালি মুরগির জন্য গুণতে হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। লাল লেয়ার কেজি প্রতি ৩২০ টাকা ও দেশি মুরগি বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়।

‎ব্যবসায়ীদের ঘোষিত নতুন দরের সয়াবিন বাজারে আসেনি। ভোজ্যতেল আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন খুচরা বিক্রেতারা। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকায়। আর ৫ লিটারের বোতলজাত সয়াবিন তেলের জন্য গুনতে হচ্ছে ৯২২ টাকা।

‎চড়া দাম থেকে কিছুটা কমেছে সবজির দাম। তবে, এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে আসেনি। দু-এক জাতের সবজি ৬০ থেকে ৭০ টাকা কেজিতে মিললেও, মানভেদে বেশিরভাগ সবজির জন্য গুণতে হবে ৮০ থেকে ১০০ টাকা। শিম, কপিসহ বেশকিছু আগাম শীতকালীন সবজির দেখা মিললেও, দাম নাগালে নেই। কেজিতে ২০ টাকা বৃদ্ধি পেয়ে এক কেজি কাঁচা মরিচের জন্য দাম পড়ছে ২২০ টাকা। সিম ও তাল বেগুনের কেজিও দুইশো ছাড়িয়ে।

‎মৌসুমের শেষ পর্যায়ে এসে ধীরে ধীরে বাড়ছে পেঁয়াজের বাজার। গত সপ্তাহের তুলনায় কেজিতে ৫ টাকা বেড়েছে এক কেজি দেশি পেয়াজের দাম ৮০ টাকা। আর কেজিতে ১০ টাকা বেড়েছে আমদানি করা রসুনের, গুণতে হবে ১৬০ টাকা।  

‎অস্থিরতা দেখা গেছে ডালের বাজারে। চিকন দানার দেশি মশুর ডালের জন্য বাড়তি গুণতে হবে ১০ থেকে ১৫ টাকা। মিলছে ১৬০ টাকা কেজিতে।

মন্তব্য (০)





image

‘বিনিয়োগ বাড়াতে হলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

নিউজ ডেস্কঃ আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ...

image

রপ্তানি-রেমিট্যান্সে উচ্চ প্রবৃদ্ধি, দুই মাসে উদ্বৃত্ত ৪৮...

নিউজ ডেস্কঃ চলতি অর্থবছরের (২০২৫-২৬) বৈদেশিক লেনদেনে প্রথম দ...

image

এবার বাংলাদেশের দুই খাতের সংস্কার পর্যবেক্ষণ করবে আইএমএফ

নিউজ ডেস্কঃ বাজেট সহায়তার অংশ হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহব...

image

পাচার করা টাকা ফেরাতে ও সংস্কারে সহায়তা চায় বাংলাদেশ

নিউজ ডেস্ক : ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের...

image

১৫ দিনে প্রবাসীরা পাঠালেন ১৭ হাজার ৫০৭ কোটি টাকা

নিউজ ডেস্কঃ চলতি অক্টোবরের প্রথম ১৫ দিনে দেশে প্রবাসী আ...

  • company_logo