
ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক : নাইজারকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে মরক্কো। শুক্রবার রাবাতে অনুষ্ঠিত ম্যাচে গ্রুপ ‘ই’-এর শীর্ষে থেকে আফ্রিকা অঞ্চলের প্রথম দল হিসেবে বিশ্বকাপের টিকিট পেল তারা।
খেলার শুরুতেই নাইজারের আব্দুল-লতিফ গুমেই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। সেই সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধে দুটি গোল করেন মরক্কোর ইসমায়েল সাইবারি। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল আসে আয়ুব এল কাবি, হামজা ইগামানে ও আজ্জেদিন উনাহির পা থেকে।
এই জয়ে টানা ছয় ম্যাচ জিতে মরক্কোর সংগ্রহ দাঁড়াল ১৮ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা তানজানিয়ার চেয়ে তারা এগিয়ে ৮ পয়েন্টে। ফলে হাতে থাকা দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ খেলা নিশ্চিত হলো। এটি মরক্কোর সপ্তম বিশ্বকাপ।
কাতার বিশ্বকাপেই আলো ছড়িয়েছিল মরক্কো। তারা ছিল প্রথম আফ্রিকান দল যারা সেমিফাইনালে উঠেছিল। সে আসরে তারা গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও বেলজিয়ামকে পিছনে ফেলে নকআউটে স্পেন ও পর্তুগালকে হারিয়ে সেমিফাইনালে যায়। তবে সেমিফাইনালে তারা হারে ফ্রান্সের কাছে।
নাইজারের বিপক্ষে গোল করা পাঁচজনের মধ্যে কেবল উনাহি ছিলেন ২০২২ সালের বিশ্বকাপ দলে। কোচ ওয়ালিদ রেগরাগুই এরপর থেকে দলে নতুন মুখ এনেছেন। তাদের মধ্যে অন্যতম পিএসভি আইন্দোভেনের খেলোয়াড় সাইবারি।
অন্যদিকে, আফ্রিকার আরও কয়েকটি ম্যাচে জয় পেয়েছে বড় দলগুলো। কায়রোতে মিশর ইথিওপিয়াকে ২-০ গোলে হারিয়েছে। গোল দুটি করেছেন মোহামেদ সালাহ ও ওমর মারমুশ।
কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র জুবায় দক্ষিণ সুদানকে ৪-১ গোলে হারিয়ে শীর্ষে আছে। নিউক্যাসলের ইয়োয়ানে উইসা এক গোল করেন। দক্ষিণ আফ্রিকা লেসোথোকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপে শীর্ষে আছে। এছাড়া গাম্বিয়া ৩-১ গোলে চমক দেখিয়েছে কেনিয়ার বিপক্ষে।
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ১৭তম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি শ্রীলংকা ব...
নিউজ ডেস্ক : স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সাঞ্চেজ ইসরাইলি ক্রীড়াব...
স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের ১৭তম আসরের সপ্তম ম্যাচে মুখোমুখি...
স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াই আজ। যুবরাজ সিংয়ের বাবা ...
স্পোর্টস ডেস্ক : ‘আমার জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কা...
মন্তব্য (০)