• তথ্য ও প্রযুক্তি

নতুন কোম্পানি কিনছে উবার

  • তথ্য ও প্রযুক্তি
  • ০৩ ডিসেম্বর, ২০১৮ ১৩:২৫:০৫

গাড়ি এবং বাইকের পাশাপাশি ইলেকট্রিক স্কুটারও নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করতে কাজ করছে উবার। পরিকল্পনা বাস্তবায়নে ই-স্কুটার সেবাদাতা কোনো প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করে নিতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে উবার সম্প্রতি বার্ড এবং লাইম নামক দুই প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা শুরু করেছে বলেও জানা গেছে। স্কুটার রাইড শেয়ারিংয়ে এ দুই প্রতিষ্ঠানই আছে শীর্ষে। এ বছরের মধ্যেই যেকোনো একটিকে কিনে নেওয়ার জন্য উবার জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ইনফরমেশন। লাইম কিংবা উবার, কোনো প্রতিষ্ঠানই আলোচনার বিষয়ে মুখ খুলছে না। অন্যদিকে বার্ডের প্রধান জানিয়েছেন, এ প্রতিষ্ঠানটি বিক্রির জন্য নয়। উবারের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী লিফট এরই মধ্যে স্কুটার রাইডে নেমেছে। মোটিভেট নামক একটি স্কুটার কোম্পানিকে অধিগ্রহণও করেছে লিফট। আর এরপরই মূলত মরিয়া হয়ে নেমেছে উবার। ফলে বার্ড কিংবা লাইমের মতো বড় কোম্পানিকে কিনে নিতে পারলে শুরু থেকেই এগিয়ে থাকা সম্ভব হবে উবারের পক্ষে।

মন্তব্য ( ০)





  • company_logo