• অপরাধ ও দুর্নীতি

পাবনায় ককটেল তৈরীর সরঞ্জামসহ আটক- ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ১৬ নভেম্বর, ২০২৩ ১৪:০১:৪৬

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ অবরোধে নাশকতার পরিকল্পনার অভিযোগে পাবনার ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ দুইজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ককটেল ও পেট্রোল বোমা তৈরীর বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়।বুধবার (১৫ নভেম্বর) বিকেলে ঈশ্বরদী উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক ও সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, ঈশ্বরদী পৌর সদরের ফতে মোহাম্মদপুর নিউ কলোনী এলাকার আব্দুল ওহাবের ছেলে ও ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আউয়াল কবির (৩৮) এবং নুর মহল্লা ফতেমোহাম্মদপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে সরোয়ার জাহান শিশির (৩৩)।

র‌্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার গোলাম ফারুক বুধবার (১৫ নভেম্বর) বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।তিনি জানান, স্বেচ্ছাসেবক দলনেতা আউয়াল কবির ও তার সহযোগীরা অবরোধের সমর্থনে দাশুড়িয়া এলাকায় মহাসড়কে পিকেটিং, গাড়ী ভাংচুরসহ বোমা/ককটেল ফাটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করে। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি দল।

অরনকোলা গরুর হাটের সামনে অভিযান পরিচালনা করে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর সরঞ্জামাদিসহ উল্লেখিত দুইজনকে আটক করে।এ সময় তাদের কাছ থেকে ককটেল ও পেট্রোল বোমা তৈরীর কাজে ব্যবহৃত বেশকিছু জর্দার কৌটা, খালি কাঁচের বোতল, ভাঙ্গা কাঁচের টুকরা, এয়ারগানের পিলেট, তারকাঁটা, স্কচটেপ জব্দ করা হয়।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

মন্তব্য ( ০)





  • company_logo