• অপরাধ ও দুর্নীতি

কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জেল ও জরিমানা

  • অপরাধ ও দুর্নীতি
  • ০৭ মে, ২০২৪ ১৬:১১:৫৩

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ১ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা এবং নির্বাচন আচরণ বিধিমালা ভঙ্গের কারনে ১ জনকে ৫ হাজার টাকা জরিমান করা হয়েছে।

সোমবার (০৬ মে) সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার জামালপুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি পরিচালিত ভ্রাম্যমান আদালত এ দন্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি বলেন, সোমবার সন্ধ্যায় জামালপুর এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ ধারায় জামালপুর গ্রামের সাহাবউদ্দিনের ছেলে মো. সাহেল আহমেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা এবং চৌরা গ্রামের সেলিম ভুইয়ার ছেলে মেহেদিকে নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ৩২(১) ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময়৷ কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলুল হক, বেঞ্চ সহকারী আল আমিন, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo