• রাজনীতি

‎জামায়াত নেতা রেজাউলের ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ পরিবারে হস্তান্তর ‎

  • রাজনীতি

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ শেরপুরের ঝিনাইগাতীতে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রেজাউল করিমের সুরতহাল ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়। এর আগে, বেলা ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশ ঘরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

‎এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. মাসুদ জামালী জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। নিহতের মাথার পেছন দিকে থেতলানো অবস্থা দেখা গেছে। এ ছাড়াও তার কপাল এবং নাকে আঘাতের চিহ্ন রয়েছে।

‎নিহতের ছোট ভাই শ্রীবর্দী মথুরাধি দাখিল মাদরাসার শিক্ষক মো. মাসুদুর রহমান জানান, হাসপাতালে ময়নাতদন্ত শেষে রেজাউলের মরদেহ শ্রীবর্দী নিজ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বিকেল ৫টায় শ্রীবর্দী সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা এবং রাত সাড়ে ৮টায় নিজ গ্রাম গোপালখিলা স্কুলমাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

‎ভাই হত‍্যার বিচার চেয়ে মাসুদুর রহমান বলেন, ‘আমার ভাইকে নৃশংসভাবে হত‍্যা করা হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছি।

‎নিহত মাওলানা রেজাউল করিম শ্রীবর্দী উপজেলার গড়জরিপা ইউনিয়নের চাউলিয়া এলাকার বাসিন্দা ও মাওলানা আব্দুল আজিজের ছেলে। তিনি শ্রীবরদী উপজেলার ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন।

‎এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসেন। কিন্তু স্থানীয় বিএনপি ও জামায়াতের কয়েকজন কর্মী-সমর্থক চেয়ারে বসা নিয়ে হট্টগোল শুরু করেন।

‎একপর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে শতাধিক মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে ময়মনসিংহ মেডিকেলে নেয়া হলে রেজাউল করিমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মন্তব্য (০)





image

দুই আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখতে ইসিতে আবেদন জামায়াতের

নিউজ ডেস্কঃ নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনের ব্যালট পেপারে দাঁড়...

image

রাজশাহী পৌঁছেছেন তারেক রহমান

নিউজ ডেস্কঃ নির্বাচনি জনসভায় যোগ দিতে রাজশাহী পৌঁছেছেন তারেক...

image

‎জামায়াতের আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্...

নিউজ ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে স...

image

ক্ষমতায় গেলে দেশে নতুন শিল্প আনবো, মা-বোনদের কর্মসংস্থান ...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ন...

image

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক র...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : অবশেষে ময়ম...

  • company_logo