• লিড নিউজ
  • রাজনীতি

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান তারেক রহমানের

  • Lead News
  • রাজনীতি

ছবিঃ সিএনআই

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : অবশেষে ময়মনসিংহ বিভাগের নির্বাচনী সমাবেশের মঞ্চে উপস্থিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী প্রচারের পঞ্চম দিনে ঢাকার বাইরে এটি ছিল তাঁর তৃতীয় সমাবেশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে আয়োজিত এই বিশাল নির্বাচনী সমাবেশে বিকেল ৪টা ৩ মিনিটে মঞ্চে ওঠেন তারেক রহমান। যদিও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, বেলা ২টা ৩০ মিনিটে তিনি বক্তব্য দেবেন।

মঞ্চে ওঠার আগে তারেক রহমান সমাবেশস্থলের পাশে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় স্থানীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ এবং ‘আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান’ এমন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো সার্কিট হাউজ মাঠ। ময়মনসিংহের পক্ষ থেকে তাঁকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মঞ্চে ওঠার পর স্থানীয় নেতারা তারেক রহমানের কাছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলাকে পৌরসভায় উন্নীত করার দাবি জানান।

তারেক রহমানের বক্তব্যের আগে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের ধানের শীষের প্রার্থীরা একে একে বক্তব্য রাখেন। তাদের মধ্যে বক্তব্য দেন, ইকবাল হোসেন, সুলতানা আহমেদ বাবু, মোতায়ের হোসেন বাবু, মাহমুদুল হক, ফরিদুল কবির তালুকদার, সিরাজুল হক, মাহবুব রহমান লিটন, মোস্তাফিজুর রহমান বাবলু ও লৎফুরজ্জামান বাবর।

বক্তব্যে প্রার্থীরা নিজেদের মধ্যকার সব দ্বিধা-দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশ দেন। এ সময় সমাবেশে উচ্চারিত হয় স্লোগান, ‘নৌকা গেছে ভারতে, ধানের শীষ গদিতে।’

লৎফুজ্জামান বাবর বলেন, “আমরা ময়মনসিংহ বিভাগের ২৪টি আসন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই। আগামী দিনে তাকেই আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।”

সরেজমিনে দেখা গেছে, সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের একটি বড় অংশ ছিলেন মধ্যবয়সী। তারা আবেগভরে স্মৃতিচারণ করে বলেন, এই ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠেই একসময় তারা সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাবেশে অংশ নিয়েছিলেন।

দীর্ঘ সময় পর তারেক রহমানের এই উপস্থিতিকে ঘিরে ময়মনসিংহের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মন্তব্য (০)





image

‎নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

নিউজ ডেস্কঃ ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয়...

image

২২টি হাত আমরা একত্রিত হয়েছি: জামায়াত আমির

নিউজ ডেস্ক : জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচনে ১১ট...

image

একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে, যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়: ত...

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র...

image

১৯ বছর পর বগুড়ায় আসছেন তারেক রহমান

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর বৃহস্পতিবার ...

image

দেশের বাইরে বসে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে ঐদিন আর নে...

পঞ্চগড় প্রতিনিধ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ...

  • company_logo