ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আন্তজেলা ডাকাত চক্রের সদস্য ও পেশাদার ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
ডাকাত সদস্যরা হলো চাঁদপুরের ষোলঘরের মিজান বেপারির ছেলে ফারুক হোসেন( ৩৮),বরিশালের বাবু গঞ্জের মৃত নুরু মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (২৭)ও ঢাকার জুরাইন এলাকার বাবুল মিয়ার ছেলে মোবারক হোসেন (২৮)।
এ সময় তাদের নিকট থেকে লুন্ঠিত নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার, একটি গরু,জবাই করা মাংস এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২ টি পিকআপ জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত তিনজনই পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু থানা চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত বর্ননা করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, ভাঙ্গা উপজেলার হাইওয়ে সড়ক পথে সম্প্রতি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর গাড়ি ডাকাতির ঘটনায় পুলিশ সতর্ক অবস্থান নিয়ে তৎপরতা চালায়।
এর ধারাবাহিকতায় দুদিন আগে মাদারীপুরের রাজৈর থানার ওবায়দুর শেখ পাবনার ঈশ্বরদীর হরণখোলা হাট থেকে তিনটি গরু কিনে একটি পিকআপ গাড়িতে যাওয়ার সময় মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর পিকআপ গাড়িটি ডাকাতি করে নিয়ে যায়৷ এ সময় গরু ব্যবসায়ীদের নিকট থেকে নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হলে ভাঙা থানার এসআই মশিউর রহমান, এসআই মোশাররফ হোসেন এবং এসআই মিজানুর রহমান অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে সংগ্রহ করা ভিডিও চিত্র ও উন্নত প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পেশাদার ৩ ডাকাতকে গ্রেপ্তার করে।
তিনি আরো জানান, এসময় তাদের নিকট থেকে একটি গরু, জবাই করা দুটি গরুর ২৫ কেজি মাংস ও মাংস বিক্রির নগদ দেড়লাখ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত দুটি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।
নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি দেশীয় প...
বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে চা...
মানিকগঞ্জ প্রতিনিধি : বস্তুনিষ্ঠ ও আধুনিক স্মার্ট সাংব...
পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জা...
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার...

মন্তব্য (০)