ছবিঃ সিএনআই
গোপালপুর, টাঙ্গাইল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা হুমায়ুন কবীরের নির্বাচনী প্রচারণায় মহিলা কর্মীদের ওপর হামলার প্রতিবাদে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় গোহাটা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গোপালপুর শাখার মহিলা জামায়াত মিছিল শুরু করে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর থানার সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সমাপ্ত হয়।
জানা যায়, সোমবার (২৬ জানুয়ারি) সকালে গোপালপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের সূতী নয়াপাড়া গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে গেলে মহিলা জামায়াত কর্মীরা লাঞ্ছিত হন।
এ ঘটনার পরপরই গোপালপুর পৌর জামায়াত তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার। বক্তব্য দেন টাঙ্গাইল-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা হুমায়ুন কবীর। আরও বক্তব্য দেন মহিলা জামায়াতের টাঙ্গাইল জেলা সেক্রেটারি নাসরিন সুলতানা, জেলা কর্মপরিষদ সদস্যা রহিমা সুলতানা, গোপালপুর উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোসাম্মৎ ফজিলা বেগম, সহকারি সেক্রেটারি শিল্পী খাতুন, পৌরসভা পশ্চিম সেক্রেটারি জান্নাতুন নাহার ও পূর্ব সেক্রেটারি শরিফা খাতুন।
এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বলেন, “ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি দেশীয় প...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আন্তজেলা ডাকাত চক্রের ...
বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে চা...
মানিকগঞ্জ প্রতিনিধি : বস্তুনিষ্ঠ ও আধুনিক স্মার্ট সাংব...
পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জা...

মন্তব্য (০)