ছবিঃ সিএনআই
দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকারে দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ দেবিনগর গ্রামে প্রায় ৩ শত বিঘা জমিতে বন্ধ রয়েছে চাষাবাদ। এতে চরম দুর্ভোগের পড়েছেন ওই এলাকার কৃষি নির্ভর সাধারণ মানুষ।
মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ দেবিনগর গ্রামের পদ্মা নদীর তীরবর্তী প্রায় ৩০০ শত বিঘা জমিতে পানি নিষ্কাশন না থাকায় বন্ধ হয়ে আছে চাষাবাদ। এতে চরম দুর্ভোগের পড়েছেন ওই এলাকার কৃষি নির্ভর সাধারণ মানুষজন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলেও এতে বাঁধ সেধেছে পানি উন্নয়ন বোর্ড।
স্থানীয় কৃষক নাজিম উদ্দিন বলেন, আমরা কৃষি নির্ভর মানুষ। ফসল পলাতে না পারলে পরিবার পরিজন নিয়ে না খেয়ে মরবো। দ্রুত পানি নিষ্কাশনের জোর দাবি জানাই।
কথা হয় স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান মিজানের সাথে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের উদ্যোগে পাইপ দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছিলো। কিন্তু পদ্মা বাধেঁর কাজ চলমান থাকায় পানি উন্নয়ন বোর্ড এতে বাঁধা দিয়েছে। তাই বর্তমানে কাজ বন্ধ আছে।
এ বিষয়টি উর্ধতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে বলে জানান বিলাসপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিরিন সুলতানা মুন্নী।
নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে একটি দেশীয় প...
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় আন্তজেলা ডাকাত চক্রের ...
বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে চা...
মানিকগঞ্জ প্রতিনিধি : বস্তুনিষ্ঠ ও আধুনিক স্মার্ট সাংব...
পাবনা প্রতিনিধি : পাবনা-৩ আসনে লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি জা...

মন্তব্য (০)