• লিড নিউজ
  • খেলাধুলা

বিপিএলের প্রথম শিরোপা জয়ে চট্টগ্রামের প্রয়োজন ১৭৫

  • Lead News
  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রামের সামনে আরও একটি সুযোগ। এনিয়ে তৃতীয়বার বিপিএলে শিরোপা জয়ের সুযোগ পেল চট্টগ্রামের দলটি। অতীতে দুইবার ফাইনালে খেললেও শিরোপার স্বাদ পায়নি চট্টগ্রাম। এবার ফের ট্রফি জয়ের সুযোগ তাদের সামনে। 

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনালে প্রথমে ব্যাট করে তানজিদ হাসান তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান করে রাজশাহী।

ক্রিস গেইল ও তামিম ইকবালের পর বিপিএল ফাইনালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি হাঁকালেন তানজিদ।

এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের হয়ে গেইল ও ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে তামিম সেঞ্চুরি করেছিলেন।

বাংলাদেশ জাতীয় দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম আজ বিপিএল ফাইনালে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে ৬১ বলে ৬টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ১০০ রানের ইনিংস খেলেন। 

এদিন টস হেরে ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা করে রাজশাহী। ইনিংস ওপেন করতে নেমে দলকে উড়ন্ত সূচনা উপহার দিয়েছেন দুই ওপেনার শাহিবজাদা ফারহান ও তানজিদ হাসান তামিম। ওপেনিং জুটিতে ১০.২ বলে ৮৩ রানের পার্টনারশিপ গড়েন।

৩০ বলে দুই চার আর এক ছক্কায় ৩০ রান করে সাজঘরে ফিরেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান।

দলকে শুরু থেকেই এগিয়ে নেন বাংলাদেশ দলের তারকা ওপেনার তানজিদ হাসান তামিম। ২৯ বলে ৬টি ছক্কার সাহায্যে গড়েছেন ফিফটি। পরের ৩১ বলে পঞ্চশপূর্ণ করে বিপিএল ফাইনালে সেঞ্চুরির রেকর্ড গড়েন তানজিদ। তবে বিপিএলে এটা তার তৃতীয় সেঞ্চুরি।

৬১ বলে সেঞ্চুরি করার পর নিজের ইনিংসটা লম্বা করতে পারেননি তানজিদ। ১৮.৫ ওভারে দলীয় ১৬৩ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন এই ওপেনার। এরপর শেষ ৭ বলে ১১ রান সংগ্রহ করতে রাজশাহী হারায় অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উইকেট। 

রাজশাহীর হয়ে ১০০ রান করেন তানজিদ। ৩০ রান করেন শাহিবজাদা ফারহান। ১৫ বলে ২৪ রান করেন কেন উইলিয়ামস। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে ৭ বলে ১১ রান করে ফেরেন নাজমুল হোসেন শান্ত। 

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মুকিদুল ইসলাম।

মন্তব্য (০)





image

যে অভিযোগে দায়িত্ব ছাড়লেন বিসিবি পরিচালক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে ফিক্সিংয়ে জ...

image

বিপিএল ফাইনালে তানজিদের ব্যাটিং ঝড়

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের ফাইনাল চলছ...

image

ক্রিকেট উন্নয়নে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন বছরের সমঝোতা চু...

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিত...

image

কোটি কোটি টাকা হারাতে পারেন বাবর-রিজওয়ান, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক : একাধিক শীর্ষ পাকিস্তানি ক্রিকেটার অভিযোগ তুলেছেন যে তার...

image

‘বিশ্বকাপ খেলা আমাদের অধিকার, সুবিচার করেনি আইসিসি’

স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিশ্বক...

  • company_logo