• খেলাধুলা

‎শোকজের জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ‎

  • খেলাধুলা

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম অবশেষে শোকজ নোটিশের জবাব দিয়েছেন। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পরে তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির কাছে লিখিত জবাব জমা দেন বলে বোর্ডের একটি সূত্র নিশ্চিত করেছে।

‎ক্রিকেটারদের নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্যের জেরে গত ১৫ জানুয়ারি নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে, অর্থাৎ ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হলেও ওই সময়ের মধ্যে তিনি কোনো সাড়া দেননি। ফলে বৃহস্পতিবার সারাদিন তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হয়নি বিসিবি। পরে রাতে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু জানান, নোটিশ দেওয়ার পরও নাজমুলের পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

‎এর আগে কয়েকদিন আগে তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। ওই মন্তব্যের ব্যাখ্যা চাওয়া হলেও তখন তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি। পরবর্তীতে ক্রিকেটারদের পারিশ্রমিক ও সাফল্য নিয়ে আরও কিছু মন্তব্য করলে নতুন করে বিতর্ক তৈরি হয়।

‎নাজমুলের মন্তব্যের প্রতিবাদে ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন। এর প্রভাব পড়ে বিপিএলে একটি ম্যাচ মাঠে গড়ায়নি। ১৫ জানুয়ারি ম্যাচ শুরুর আগে নাজমুলের পদত্যাগের আহ্বান জানানো হলেও তিনি সরে দাঁড়াননি। পরিস্থিতি সামাল দিতে বিসিবি তাকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। এই সিদ্ধান্তের পর ক্রিকেটাররা মাঠে ফেরেন।

‎এদিকে, সময়সীমা পেরিয়ে যাওয়ার একদিন পর নাজমুল ইসলাম শোকজ নোটিশের জবাব দিলেও ওই চিঠিতে তিনি কী ব্যাখ্যা দিয়েছেন, তা এখনও প্রকাশ করা হয়নি। বিসিবির ডিসিপ্লিনারি কমিটি তার জবাব পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।

মন্তব্য (০)





image

বাংলাদেশের বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কবে? যা জানা গেল

স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্...

image

বিশ্বকাপের আগে ঘরের মাঠেই সিরিজ হারল ভারত

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকি। ৭...

image

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে যাত্রা শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : আইসিসি নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ...

image

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশ নারীদের শুভ সূচনা

নিউজ ডেস্কঃ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের ম্যাচে যুক্...

image

ভারতকে ধসিয়ে দিল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : আইসিসি অ-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ধসিয়ে...

  • company_logo