• খেলাধুলা

ক্রিকেট উন্নয়নে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তিন বছরের সমঝোতা চুক্তি বাংলাদেশের

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের মানোন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। খেলোয়াড় উন্নয়ন থেকে শুরু করে কোচিং, আম্পায়ারিং ও অবকাঠামোগত সক্ষমতা বৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে দুই বোর্ড।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সারিতে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এমওইউতে স্বাক্ষর হয়। 

‎বিসিবির পক্ষে দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি এবং ক্রিকেট সাউথ আফ্রিকার পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফোলেভসি মোসেকি চুক্তিতে স্বাক্ষর করেন।

‎এই সমঝোতার আওতায় নিয়মিতভাবে উদীয়মান বাংলাদেশি ক্রিকেটাররা প্রিটোরিয়ায় সিএসএ-এর সেন্টার অব এক্সেলেন্সে উন্নতমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি চালু করা হবে।

‎নারী ও পুরুষ উভয় বিভাগের বিভিন্ন বয়সভিত্তিক ও জাতীয় দলের দ্বিপাক্ষিক সফর বাড়ানোর বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া কোচিং ডেভেলপমেন্ট, কারিগরি জ্ঞান আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধিতে বিসিবি ও সিএসএ যৌথভাবে কাজ করবে।

‎তিন বছর মেয়াদি এই চুক্তি দুই দেশের ক্রিকেট সম্পর্ককে আরও সুসংহত করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদী।

‎এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ বাড়বে বাংলাদেশের ক্রিকেটার ও কর্মকর্তাদের জন্য, যা দীর্ঘমেয়াদে দেশের ক্রিকেট উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

কোটি কোটি টাকা হারাতে পারেন বাবর-রিজওয়ান, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক : একাধিক শীর্ষ পাকিস্তানি ক্রিকেটার অভিযোগ তুলেছেন যে তার...

image

‘বিশ্বকাপ খেলা আমাদের অধিকার, সুবিচার করেনি আইসিসি’

স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বিশ্বক...

image

‎বাংলাদেশকে সমর্থন জানিয়ে আইসিসিতে চিঠি দিলো পিসিবি

স্পোর্টস ডেস্ক: আগামী মাসের শুরুতেই পর্দা উঠবে টি-টোয়েন...

image

পিএসএল থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন শোয়েব মালিক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালি...

image

‎টিকে থাকার লড়াইয়ে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠাল সিলেট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এলিমিনেটর ...

  • company_logo