ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে মাদকবিরোধী অভিযানের সময় পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িত মাদক কারবারিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার মাওনা পিয়ার আলী কলেজ সংলগ্ন আঞ্চলিক সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, গ্রেফতারকৃত জাহাঙ্গীর এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। মাদক ব্যবসাকে কেন্দ্র করে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। কেউ প্রতিবাদ করলে তাকে ধরে নিয়ে নির্যাতন চালানো হতো বলেও অভিযোগ করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি পুলিশি অভিযানে জাহাঙ্গীরকে গ্রেফতারের সময় স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করায় জাহাঙ্গীরের সহযোগী আরেক মাদক কারবারি ইমন বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এমনকি পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করায় স্থানীয় যুবক আকাশকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ ওঠে। র্যাবের অভিযানে জাহাঙ্গীরকে গ্রেফতার করতে সক্ষম হলেও তার সহযোগী ইমন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। মানববন্ধন ও বিক্ষোভ থেকে জাহাঙ্গীরের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক ইমনকে দ্রুত গ্রেফতারের জোর দাবি জানান এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, অবিলম্বে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় শান্তি-শৃঙ্খলা আরও বিঘ্নিত হবে। তারা মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
ময়মনসিংহ প্রতিনিধিঃ মুক্তাগাছা উপজেলা নির্বাহী অফিসার ক...
পাবনা প্রতিনিধিঃ নির্বাচনি আচরণবিধি প্রকাশ্যভাবে লঙ্ঘনের অভি...
নিউজ ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আ...
জামালপুর প্রতিনিধি : জামালপুর জেলায় জাতীয় সংসদের আসন সংখ্যা ৫টি। ৫টি আসন...

মন্তব্য (০)