• সমগ্র বাংলা

‎রংপুর জেলার গংগাচড়ায় র‌্যাব-১৩ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ‎

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ র‌্যাব-১৩ এর উদ্যোগে রংপুর জেলার গংগাচড়া থানার দক্ষিণ খলেয়া গ্রামে প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

‎মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে র‌্যাব-১৩ এর উদ্যোগে দক্ষিণ খলেয়া গ্রামের অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে প্রায় ৪০০ পিস কম্বলসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়।

‎র‌্যাব জানায়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনেই নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে আসছে। শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘব করার লক্ষ্যে মানবিক দায়বদ্ধতার অংশ হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে এবং ভবিষ্যতেও অনুরূপ সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য (০)





  • company_logo