• সমগ্র বাংলা

ফরিদপুরে পেট্রোল পাম্পে ডাকাতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদরের মুন্সী বাজারে ইউনাইটেড পেট্রোল পাম্পে  ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪ টার মধ্যে এই ঘটনা ঘটে। ডাকাতেরা পেট্রোল পাম্প থেকে প্রায় দুই লাখ টাকা নিয়ে যায়।

পেট্রোল পাম্পের ম্যানেজার মো. সাইদুর রহমান জানান, রোববার দিবাগত রাত ৪টার দিকে ধারালো অস্ত্রসহ ১১ জন ডাকাত পাম্পের দক্ষিণ দিক থেকে এসে হানা দেয়। এ সময় দায়িত্বে থাকা পাম্পের নজেল ম্যান ও মিটার ম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাতরা ক্যাশ রুমের চাবি চাইলে তারা না দেয়ায় ওই দুই জনকে মারপিট করে। পরে ক্যাশ রুমের তালা কেটে ডাকাতদল ১ লাখ ৯৮ হাজার লাখ টাকা, মোবাইল ফোন, কম্পিউটার, সিসি ক্যামেরার মেশিন নিয়ে নেয়। এ সময় একটি মনিটর ভাঙচুর করে ডাকাতরা। ডাকাতি শেষে একই দিক দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





  • company_logo