ছবিঃ সিএনআই
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম–৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার বিভিন্ন শিক্ষাকেন্দ্রে শিক্ষাসামগ্রী ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মাহমুদুল হাসান।(১৯ জানুয়ারী) সোমবার বেলা ১২ টায় উপজেলা হল রুমে এই সব সামগ্রী বিতরণ করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব সামছুজ্জামান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সাতকানিয়া উপজেলা শাখার আহ্বায়ক শ্রী রাজীব কুমার ধর, যুগ্ম আহ্বায়ক শ্রী সৈকত পালিত রাসেল। এবং সাতকানিয়া প্রতিনিধি, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, চট্টগ্রাম জেলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী রিংকু কুমার শর্মা, সভাপতি ও সহকারী প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, চারাম জেলা।
বক্তারা বলেন, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের শিক্ষা ও ক্রীড়া বিকাশে সহায়ক হবে।
অনুষ্ঠানটি সাতকানিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম–৬ষ্ঠ পর্যায়, চট্টগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয়।
পাবনা প্রতিনিধি : গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না ...
মানিকগঞ্জ প্রতিনিধি : নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণ...
নারায়ণগঞ্জ প্রতিনিধি : র্যাব পরিচয়ে নারায়ণগঞ্জের স্বর্ণ...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুর সদরের মুন্সী বাজারে ইউনাইটেড পেট্...
ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলক...

মন্তব্য (০)