• সমগ্র বাংলা

ঝিনাইদহ জেলা পুলিশের তৎপরতায় হারানো ৮৬টি স্মার্টফোন ও হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

ঝিনাইদহ প্রতিনিধিঃ বর্তমান সময়ের ডিজিটাল যুগে সাইবার অপরাধীদের যম হিসেবে আবির্ভূত হয়েছে ঝিনাইদহ জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল’। আজ এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ৮৬টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন এবং বিকাশ-নগদ প্রতারণার মাধ্যমে নেওয়া ৯০,০০৫/- টাকা প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছেন ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল। ঝিনাইদহ জেলা পুলিশ শুধু মাঠের অপরাধী নয়, ভার্চুয়াল জগতের অপরাধীদের ধরতেও এখন অপ্রতিরোধ্য। আজকের এই হস্তান্তরের তালিকায় ছিল,৮৬টি দামী স্মার্টফোন যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা হয়েছে।এমএফএস (বিকাশ/নগদ) এর  প্রতারণার শিকার হওয়া ৯০,০০৫ টাকা উদ্ধার করে মালিকের পকেটে ফেরত পাঠানো হয়েছে। ৩২ জন ভিকটিমকে সহায়তাকে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে সাইবার বুলিংয়ের শিকার হওয়াদের তাৎক্ষণিক আইনি সুরক্ষা। ৪ জন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে এই টিম।ঝিনাইদহের পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল বলেন,"আপনার একটি অসতর্ক ক্লিক কেড়ে নিতে পারে আপনার সব সঞ্চয়। অপরিচিত লিংক বা ওটিপি শেয়ার করবেন না। সাইবার অপরাধের শিকার হলে ভয় পাবেন না, আমরা আপনার পাশেই আছি।" শুধুমাত্র মোবাইল উদ্ধারই নয়, সাইবার সেলের সদস্যরা প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঝিনাইদহের বেশ কয়েকটি ক্লু-লেস মার্ডার (রহস্যজনক হত্যাকাণ্ড) এবং ডাকাতি মামলার জট খুলেছেন। অপহরণ হওয়া ভিকটিমদের উদ্ধার করে আসামীদের শ্রীঘরে পাঠাতে এই সেলটি এখন ঝিনাইদহবাসীর আস্থার শেষ ঠিকানায় পরিণত হয়েছে।ডিজিটাল দুনিয়ায় নিরাপদ থাকতে পুলিশ সুপার ৩টি বিশেষ পরামর্শ দিয়েছেন:অপরিচিত লিঙ্কে ক্লিক করবেন না: কোনো লোভনীয় অফার বা অ্যাপস ডাইনলোড করার আগে সাবধান!পিন ও ওটিপি গোপন রাখুন: আপনার ব্যাংক বা বিকাশ পিন কাউকেও বলবেন না।দ্রুত যোগাযোগ করুন: সাইবার বুলিং বা প্রতারণার শিকার হলে সাথে সাথে নিকটস্থ থানা বা সাইবার সেলে জানান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোসফেকুর রহমানসহ সাইবার সেলের চৌকস সদস্যবৃন্দ।

মন্তব্য (০)





  • company_logo