• লিড নিউজ
  • অর্থনীতি

ত্রিশ হাজার কোটি কমিয়ে ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

  • Lead News
  • অর্থনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ২০২৫-২৬ অর্থবছরের জন্য সরকারের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)। মূল এডিপির তুলনায় এতে প্রায় ১৩ শতাংশ ছাঁটাই করা হয়েছে। ফলে ৩০ হাজার কোটি টাকা কমে বর্তমান বরাদ্দ দাঁড়িয়েছে ২ লাখ কোটি টাকায়।


‎আজ (সোমবার, ১২ জানুয়ারি) শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সংশোধিত এডিপিটি অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সংশোধিত এডিপির বিস্তারিত তথ্য তুলে ধরেন।

‎তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংশোধিত বাষিক উন্নয়ন কর্মসূচি-এডিপি ৩০ হাজার কোটি টাকা কমে ২ লাখ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। এতে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১ লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে অর্থায়ন ৭২ কোটি টাকা।

‎পরিকল্পনা উপদেষ্টা জানান, সংশোধিত এডিপিতে মন্ত্রণালয় ও বিভাগগুলোর চাহিদাই ছিল তুলনামূলকভাবে কম। সংশোধনের সময় তারা মোট বরাদ্দ চেয়েছিলেন প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। এর পেছনে অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে চলতি অর্থবছরে প্রকল্প বাস্তবায়নের ধীরগতি।

‎পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘দাতাগোষ্ঠীর সাহায্যের পরিমাণ কমে যাওয়ায় সংশোধিত এডিপিতে শিক্ষা ও স্বাস্থ্যখাতে বরাদ্দ সবচেয়ে বেশি কমেছে।’

‎তিনি বলেন, ‘স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা করপোরেশনের প্রকল্পসমূহ অন্তর্ভুক্ত করে ২০২৫-২৬ অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আকার ২ লাখ ৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।’

‎ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে মন্দা রয়েছে। আগামী অর্থবছরে চাঙ্গা হবে। প্রকল্প পরিচালক খুঁজে পাওয়া যাচ্ছিলো না। নতুনদের চলমান করতেও সময় বেশি লেগেছে। নতুন কারণ, সরকারি ক্রয় নীতি কার্যকর করা হয়েছে। যা শতভাগ অনলাইন হবে। অভিজ্ঞতা ও দ্বিধাদ্বন্দ্ব থাকায় সময় বেশি লাগছে। নতুন ক্রয়নীতির ফলে টেন্ডার ব্যবস্থায় স্বচ্ছতা ফিরবে।’

‎অনেক প্রকল্পে দীর্ঘদিন ধরে প্রকল্প পরিচালক না থাকা, নতুন পরিচালক নিয়োগে বিলম্ব এবং বড় কয়েকটি প্রকল্প সরকারিভাবে পুনর্মূল্যায়নের আওতায় থাকা—এসব কারণে প্রকল্প ব্যয় কম চাওয়া হয়েছে। এছাড়াও মূল এডিপি থেকে সংশোধিত এডিপি অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা হ্রাস এবং বৈদেশিক উৎসে ১৪ হাজার কোটি টাকা কমেছে বলেও জানানো হয়।

‎বৈঠকে সেক্টরভিত্তিক বরাদ্দের বিষয়েও জানানো হয়েছে। এর মধ্যে পরিবহন ও যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি, গৃহায়ণ ও কমিউনিটি সুবিধাবলী, শিক্ষা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন এ ৫ খাতে ১ লাখ ২১ হাজার ১১৮ কোটি টাকা বা ৬০ দশমিক ৫৪ শতাংশ অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

‎মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক বরাদ্দের ক্ষেত্রে সবচেয়ে বেশি অর্থ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৩৭ হাজার ৫৩৪ কোটি টাকা, যদিও এটি মূল এডিপির তুলনায় কিছুটা কম। এরপর রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

‎সংশোধিত এডিপিতে বিশেষ উন্নয়ন সহায়তার জন্যও আলাদা বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনগুলোর নিজস্ব অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলো যুক্ত করলে সংশোধিত এডিপির মোট আকার দাঁড়ায় প্রায় ২ লাখ ৮ হাজার কোটি টাকা।

‎এ সংশোধিত এডিপিতে মোট ১ হাজার ৩৩০টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে বিনিয়োগ প্রকল্পের সংখ্যাই বেশি। পরিকল্পনা কমিশন জানিয়েছে, চলতি অর্থবছরে এসব প্রকল্পের মধ্য থেকে ২৮৬টি প্রকল্প শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

‎এছাড়াও বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন ৮৫৬টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও জানানো হয়। বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অঅনুমোদিত নতুন ১৫৭টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থার নিজস্ব অর্থায়নে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প সংখ্যা ৩৫টি। পিপিপি প্রকল্প ৮১টি অন্তর্ভুক্ত হয়েছে।

‎চলতি বছরের ৩০ জুনের মধ্যে সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্প ২৮৬টি। দেশের সম্পদ, বৈদেশিক অর্থায়ন ও সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিবেচনায় এ সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।

মন্তব্য (০)





image

এলপি গ্যাস আমদানিতে ঋণ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক : দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সরবরা...

image

টানা দুই প্রান্তিকে বাড়ল নিট এফডিআই প্রবাহ, তৃতীয় প্রান্ত...

নিউজ ডেস্ক : বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও ২০২৫ সালের তৃতী...

image

মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি অর্থনীতিতে বড় চ্যালেঞ্জ বিনিয়োগ ব...

নিউজ ডেস্ক : গুরুতর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশের অর্থনীতি। রাজস্ব আয় কম...

image

বাড়ল স্বর্ণের দাম

নিউজ ডেস্ক : দেশের বাজারে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। শনিবার (১০ জানুয়ার...

image

নির্বাচনের আগে ঘোষিত হচ্ছে না নতুন পে-স্কেল!

নিউজ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্...

  • company_logo