ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় গাবতলী উপজেলার জয়ভোগা কৃষি সমবায় সমিতির ১১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি গঠিত হয়েছে। ৫ বছর মেয়াদী এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন গাবতলী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ আকন্দ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম।
সম্প্রতি সংগঠনের ৬২ জন সদস্যের প্রাণবন্ত উপস্থিতিতে জয়ভোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে নতুন এই নির্বাহী কমিটি গঠিত হয়।
সংগঠনের সাধারণ সদস্যরা বলেন, নবনির্বাচিত সভাপতি আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে সংগঠনটির সঙ্গে যুক্ত রয়েছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সঙ্গে পালন করেছেন। তাঁর নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে।
অন্যদিকে নতুন এই দায়িত্ব কাঁধে নিয়ে শুরুতেই সংগঠনের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সভাপতি আব্দুল লতিফ আকন্দ। তিনি বলেন, সকল সম্মানিত সদস্য মিলে তাকে যে পবিত্র দায়িত্ব দিয়েছেন তা তিনি আন্তরিকতার সাথে পালনের চেষ্টা করবেন। কৃষকের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষির বিকাশে তার নানামুখী পরিকল্পনা রয়েছে যা সকলকে সাথে নিয়ে বাস্তবায়ন করতে চান তিনি। লতিফ বলেন, সংগঠনের নীতিমালা মেনে সদস্যদের ন্যায্য অধিকার রক্ষায় কাজ করতে চান তিনি এ লক্ষ্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন আব্দুল লতিফ আকন্দ।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...
বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী...
দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে একজন বাক প্রতিবন্ধী...
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃঅবৈধ অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সী...
নওগাঁ প্রতিনিধি: “জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গম, আল্লাহ...

মন্তব্য (০)