• সমগ্র বাংলা

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১২টার পর এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর আওতাধীন দৈখাওয়া বিওপির একটি টহল দল নিয়মিত দায়িত্ব পালনকালে সীমান্ত পিলার ৯০২ সংলগ্ন এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায়।
পরে সেখানে গিয়ে কিছু লোককে দৌড়ে পালাতে দেখা যায়। ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে উদ্ধার করা হয়।
আহত যুবক মো. রনি (২২)। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারী গ্রামের বাসিন্দা। উদ্ধার করার পর বিজিবির তত্ত্বাবধানে তাকে অ্যাম্বুলেন্সে করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মো. রনি সীমান্ত এলাকায় মাদক বহনের সঙ্গে জড়িত হিসেবে পরিচিত। গত বছরের ২২ ডিসেম্বরেও তিনি বিএসএফের ছররা গুলিতে আহত হয়েছিলেন। সেই ঘটনার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে দাবি করা হয়েছে।
বর্তমানে তার অবস্থা স্থিতিশীল এবং শঙ্কামুক্ত বলে জানিয়েছে বিজিবি।
এ ঘটনায় সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ এবং পাসপোর্ট আইন লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ১৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্ত এলাকায় বারবার সতর্কতার পরও অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক তৎপরতা থামছে না। এসব কর্মকাণ্ড রোধে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের সহযোগিতা জরুরি বলে তিনি মন্তব্য করেন।

মন্তব্য (০)





image

সাতকানিয়া চৌকি আদালতে চালু হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম ...

image

বগুড়ায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতির অনুদান ব...

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী...

image

দিনাজপুরে বাক-প্রতিবন্ধী নারী ধর্ষন অভিযুক্তকে নারায়নগঞ্জ...

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে একজন বাক প্রতিবন্ধী...

image

চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে আটক ২ ভারতীয়ককে বিএসএফের কাছে হস্...

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃঅবৈধ অনুপ্রবেশের দায়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সী...

image

রাণীনগরে জমিয়তের শীতবস্ত্র বিতরণ

নওগাঁ প্রতিনিধি: “জমিয়তের দাওয়াত, জমিয়তের পয়গম, আল্লাহ...

  • company_logo