ছবিঃ সংগৃহীত
ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার একটি স্কুলপড়ুয়া কিশোরী অপহরণ মামলার মূল আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ। একই সঙ্গে অপহৃত ভিকটিমকে নিরাপদে উদ্ধার করেছে।
র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম (১৩) স্কুলে যাতায়াতের পথে দীর্ঘদিন ধরে রফিকুল ইসলাম (২২) নামের এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করছিল। বিষয়টি ভিকটিমের পরিবার জানতে পেরে অভিযুক্তকে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
পরবর্তীতে গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে ভিকটিম বার্ষিক পরীক্ষার ফল সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে অভিযুক্ত রফিকুল ইসলাম অজ্ঞাতনামা সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক একটি সিএনজিযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে ত্রিশাল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং-০৩, তারিখ-০২ জানুয়ারি ২০২৬, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে।
মামলা দায়েরের পর সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহ ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র্যাবের একটি আভিযানিক দল ০৪ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ত্রিশাল থানার দ্বিতীয় খণ্ড এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করে এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ভিকটিমকে নিরাপদ হেফাজতে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানায় হস্তান্তর করে।
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি :আসন্ন এয়োদশ জা...
বগুড়া প্রতিনিধি : দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর আগামী ১১ই জানু...
কুমিল্লা প্রতিনিধি : “আর নয় মাদক—মাদকে না বলুন&r...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে চোর সন্দেহে স্থানীয়দের ধা...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুর...

মন্তব্য (০)