ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭-কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন দল ও স্বতন্ত্র মিলে ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন বলে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান নিশ্চিত করেছেন।
জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন তাসভীর উল ইসলাম (বিএনপি), মাহবুবুল আলম সালেহী (জামায়াত), আক্কাস আলী সরকার (ইসলামী আন্দোলন- চরমোনাই), আব্দুস সোবহান (জাতীয় পার্টি), সরকার মোঃ নুরে এরশাদ সিদ্দিকী (গনঅধিকার পরিষদ), মামুন অর রশিদ (বাংলাদেশ খেলাফতে মজলিস), আব্দুল খালেক (স্বতন্ত্র)। এরমধ্যে ৫ জন সহকারী রিটানিং কর্মকর্তার কার্যালয়ে ও মোঃ নুরে এরশাদ সিদ্দিকী এবং মামুন অর রশিদ জেলা রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
উলিপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে কুড়িগ্রাম-৩ আসন গঠিত। এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জাতীয় নাগরিক পার্টির আবু সাঈদ জনী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তিনি জমা দেননি। এদিকে মনোনয়ন না পেয়ে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন।
জানা গেছে, এ আসনে মোট ভোটার ৩ লাখ ৬৮ হাজার ৪শ ৩৪জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩২ জন ও নারী ভোটার ১ লাখ ৮৫ হাজার ৪শ ২ জন।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মাহামুদুল হাসান জানান, ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও ৭জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরমধ্যে আব্দুল খালেক নামে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
নওগাঁ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জে...
পাবনা প্রতিনিধি : পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ...
নীলফামারী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামের এ...
দিনাজপুর প্রতিনিধি : সীমান্ত প্রহরা অপরাধ দমনের পাশাপা...

মন্তব্য (০)