ছবিঃ সিএনআই
মানিকগঞ্জ প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো: ইকবাল হোসেনের কাছে বিএনপি মনোনীত প্রার্থী আফরোজা খানম রিতা তার স্বামী মঈনুল ইসলামকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
পরে সাংবাদিকদের আফরোজা খানম রিতা বলেন, নির্বাচিত হলে চিকিৎসা, যোগাযোগ ও শিক্ষার উপর কাজ করবো। মানিকগঞ্জে কোন বিশ্ববিদ্যালয় নেই, শিশু পার্ক নেই। যেখানে যাই রাস্তা ঘাটের সমস্যার কথা বলেন। তাই আমি মৌলিক চাহিদার সমস্যার কথা শুনে তা সমাধানের কাজ করবো।
এ সময় তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হবে। আমার এলাকায় সাংবাদিকবৃন্দ ছাড়াও যে কোন ব্যাক্তি তার মত প্রকাশ করতে পারবে। আমার ভুল হলে সাংবাদিক ভাইয়েরা তা তুলে ধরবেন।
আফরোজা খানম রিতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক। এর আগে তিনি জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। মানিকগঞ্জ জেলা বিএনপির রাজনীতিতে তাঁর প্রভাব উল্লেখযোগ্য। তিনি মুন্নু গ্রুপ অব কোম্পানির প্রতিষ্ঠাতা মরহুম হারুন-অর-রশিদ খান মুন্নু ও হুরন নাহার রশিদের জ্যেষ্ঠ কন্যা। বর্তমানে তিনি মুন্নু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর স্বামী মঈনুল ইসলাম ওই গ্রুপের ভাইস চেয়ারম্যান।
আফরোজা খানম রিতার বাবা মরহুম হারুন অর রশিদ খান মুন্নু অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে একসঙ্গে দুটি আসন মানিকগঞ্জ ২ ও মানিকগঞ্জ ৩ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি বিএনপি সরকারের সময়ে মন্ত্রীর দায়িত্বও পালন করেন।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তাঁর বাবা হারুনার রশিদ খান মুন্নুর দুটি নির্বাচনী আসনে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে আফরোজা খানম রিতার রাজনৈতিক জীবনের সূচনা হয়।
রাজনীতির পাশাপাশি তিনি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও সক্রিয়। তিনি মুন্নু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান। এই ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি সপ্তাহে দুই দিন প্রান্তিক এলাকায় বিনা মূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। এসব ক্যাম্পে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। একই সঙ্গে রোগীদের জন্য বিনা মূল্যে পরীক্ষা নিরীক্ষা ও ওষুধ বিতরণ করা হয়। প্রতিটি ক্যাম্পে গড়ে দেড় থেকে দুই হাজার রোগী এই সেবা পেয়ে থাকেন।
জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-...
নওগাঁ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জে...
পাবনা প্রতিনিধি : পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ...
নীলফামারী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামের এ...

মন্তব্য (০)