ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। তিনি বগুড়া শহর জামায়াতে ইসলামীর আমীর।
বৃহস্পতিবার বিকেলে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফজলুল করিমের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন তিনি।
তাঁর মনোনয়নপত্র সংগ্রহকালে শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আলমগীর হোসাইন, অধ্যাপক মাওলানা আব্দুল হালিম বেগ, সেক্রেটারী অধ্যাপক আ.স.ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শহর সভাপতি আজগর আলী, সম্পাদক মন্ডলী অধ্যাপক আব্দুস সালাম, এড. শাহীন মিয়া, অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর ছাত্র শিবির সভাপতি খন্দকার হাবিবুল্লাহ, সেক্রেটারী শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় স্বাগত জানিয়ে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, দেশের জনগণ একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করছে। তাঁরা ন্যায় বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ ভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেবেন বলে প্রত্যাশা করছি। তিনি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তেরি করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ সময় তিনি আরো বলেন, বগুড়া সদর আসন সারা দেশের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচিত হয়। এই আসন থেকে এর আগে তিনবার নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। অধ্যক্ষ সোহেল তার সুস্থতার জন্যেও দোয়া কামনা করেন। আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে সোহেল এ সময় আরো বলেন, বগুড়াকে বিএনপি তাদের রাজনীতির দুর্গ মনে করলেও পরিস্থিতি অনেকটাই বদলেছে। সদর আসন থেকে তারেক রহমানের বিপরীতেও জয়ের ব্যাপারে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনে যুব ভিত্তিক সংগঠন ইয়...
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউন...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে ক...
বেনাপোল প্রতিনিধি : ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পা...

মন্তব্য (০)