ছবিঃ সিএনআই
ফেনী প্রতিনিধি : ফেনী সদর উপজেলার শর্শদিতে গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে যায়।
বুধবার (১৭ ডিসেম্বর) গভীর রাতে কে বা কারা ফটকের বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয়।
গ্রামীণ ব্যাংকের শর্শদি বাজার শাখার ব্যবস্থাপক অশোক কুমার দেবনাথ বলেন, দুর্বৃত্তরা সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে ব্যাংকের মূল ভবনের ফটকের বাইরে থেকে আগুন দিয়েছে। রাত ৩টা ৪০ মিনিটের দিকে নাইটগার্ড বিষয়টি টের পেয়ে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে যায়। এতে ফটকের ভেতরে থাকা তিনটি মোটরসাইকেল ও দুই বসার বেঞ্চ পুড়ে গেছে।
ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ করছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জামালপুর প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যম...
নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের বন্দরে ফুফু'র বাড়িতে বেড়াতে এসে পুকুরে...
বগুড়া প্রতিনিধি : 'দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে এক ব্যক্তির (৪০) অ...

মন্তব্য (০)