ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে ট্যালেন্টহান্ট স্কলারশীপ প্রোগ্রাম–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
ডা. মো. আতিকুল ইসলাম ফাউন্ডেশন ও বনলতাভিউ লিমিটেডের যৌথ আয়োজনে উপজেলার ৩৮টি বিদ্যালয়ের মোট ৭৫০ জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টায় গোপালপুর উপজেলার সুতি ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. আতিকুল ইসলাম, ডেনমার্ক টেকনিক্যাল ইউনিভার্সিটির হেড অব দ্য স্টাডিজ ও ফাউন্ডেশনের গ্লোবাল বোর্ডের পরিচালক অধ্যাপক ডা. মো. আমিনুল ইসলাম, গোপালপুর প্রেসক্লাবের সভাপতি মো. জয়নাল আবেদীন এবং ফাউন্ডেশনের পরিচালক আয়েজ উদ্দিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জামালপুর প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির মৃত...
বেনাপোল প্রতিনিধি : বেনাপোল আর্ন্তজাতিক চেকপোস্ট দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যম...
নারায়ণগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জের বন্দরে ফুফু'র বাড়িতে বেড়াতে এসে পুকুরে...
বগুড়া প্রতিনিধি : 'দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়ব স্...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আখ ক্ষেত থেকে এক ব্যক্তির (৪০) অ...

মন্তব্য (০)