ছবিঃ সিএনআই
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আওড়াখালী বাজার এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে করাতকল (লাইসেন্স) বিধিমালা–২০১২ লঙ্ঘনের দায়ে চারটি মামলায় মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জাংগালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের আব্দুস সালাম খানের ছেলে রাসেল খান (৩৭), একই গ্রামের ইউসুফ খানের ছেলে কাইউম খান (৬০), ইউনিয়নের আদি জাংগালিয়া গ্রামের নুর উদ্দিন খানের ছেলে মামুন খান (২৮) এবং রেয়াজ উদ্দিন ভূঞার ছেলে কামাল হোসেন ভূঞা (৫০)।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করাতকল (লাইসেন্স) বিধিমালা–২০১২-এর ১২ ধারার আলোকে এসব মামলা দায়ের ও অর্থদণ্ড করা হয়েছে।
তিনি আরও বলেন, “আইনের আওতার বাইরে কোনো করাতকল পরিচালনা করতে দেওয়া হবে না। নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম, থানা পুলিশ সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা।
পাবনা প্রতিনিধি : ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে বিএনপি চেয়ারপ...
নড়াইল প্রতিনিধ : দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা...
পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধ...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়ায় আন্তর্জাতিক নারী নির্য...
পাবনা প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও ...

মন্তব্য (০)