ছবিঃ সিএনআই
গাজীপুর (শ্রীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে ডাক্তার ছাড়া আয়া দিয়ে বাচ্চা প্রসবের চেষ্টাকালে একটি বেসরকারি হাসপাতালে নবজাতকের মৃত্যু হয়েছে। নিহত নবজাতকের স্বজনরা হাসপাতাল কর্তৃপক্ষের বিচার দাবিতে মৃত নবজাতক নিয়ে থানায় হাজির হয়েছে।
শনিবার রাতে মৃত নবজাতক নিয়ে থানায় হাজির হন নিহত নবজাতকের স্বজনরা। এর আগে দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা এলাকার আল রাজি হাসপাতালে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নবজাতকের বাবা নাজমুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে গর্ভবতী স্ত্রী শারমিন আক্তারকে সিজারিয়ান অপারেশন করানোর জন্য মাওনা চৌরাস্তা এলাকার আল রাজি হাসপাতালে নিয়ে ভর্তি করি। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ১৩ হাজার টাকায় চুক্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আমার স্ত্রীর সিজারিয়ান অপারেশন না করে নরমাল ডেলিভারি করানোর চেষ্টা করে সময় ক্ষেপণ করে। ততক্ষণে নবজাতক মায়ের পেটে মারা যায়। তিনি অভিযোগ করে আরও জানান, হাসপাতালে কোন ডাক্তার ছিলো না। কল্পনা নামে একজন আয়া ডেলিভারির কাজ করে। যার কারণে নবজাতকের মৃত্যু হয়েছে। আমরা প্রতিবাদ করলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের সঙ্গে খারাপ আচার-আচরণ করে। বিচারের জন্য নবজাতকের মরদেহ নিয়ে থানায় হাজির হয়ছি।
নবজাতকের মা শারমিন আক্তার বলেন, আমাকে হাসপাতালে ভর্তি করানোর পর থেকে কয়েকটি ইনজেকশন পুশ করে। এরপর কয়েকজন নারী নার্স আমাকে অনেক কষ্ট দেয়। এক পর্যায়ে জরায়ুমুখ কেটে মৃত নবজাতক বের করে। আমারও প্রচুর পরিমাণ রক্তক্ষরণ হচ্ছে। আমি বার বার বলছি আমার কষ্ট হচ্ছে। তবুও ওঁরা কষ্ট দেয়। সিজার করে নাই।
আল রাজি হাসপাতালের ম্যানেজার মো. রাসেল মিয়া বলেন, আজ হাসপাতালে কোন চিকিৎসক ছিলো না। তাই আমি আয়া কল্পনাকে রোগী ভর্তি করতে নিষেধ করি। পরে কি করে রোগী হাসপাতালে ভর্তি হলো বলতে পারবো না।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম বলেন, এবিষয়ে আমি অবগত হয়েছি এবং জেলা সিভিল সার্জন স্যারকে জানানো হয়েছে। সিভিল সার্জনের নির্দেশনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল ইসলাম বলেন, নবজাতকের স্বজনরা মরদেহ নিয়ে থানায় এসেছে। এবিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয়েছে স্বজনদের। এবিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমারে কৃষিজমি থেকে মাটি কেটে ইটের কাঁচামাল ...
নীলফামারী প্রতিনিধি : অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ...
পাবনা প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে জীবন্ত আটটি কুকুরছানা হত্য...
রংপুর ব্যুরোঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর গ্...
নীলফামারী প্রতিনিধিঃ বিভিন্ন ইউনিয়ন পরিষদ থেকে অবসরে যা...

মন্তব্য (০)