ছবিঃ সিএনআই
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কমিউটার বলাকা ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে । কালো ধোঁয়া নির্গত, মবিল ছিটকে আতংকিত বহুযাত্রী। যা কয়েকটি স্টেশনে অপেক্ষমাণ রয়েছে কয়েকটি যাত্রীবাহী ট্রেন।
আজ শনিবার (৬ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
বলাকা কমিউটারের যাত্রীরা বলেন, আজ বিকালের দিকে কাওরাইদ রেলওয়ে স্টেশন ছাড়ার পরপরই ট্রেনের ইঞ্জিনের ভেতর থেকে অনেক কালো ধোঁয়া বের হতে থাকে। ট্রেনটির চালক ঝুঁকি নিয়ে সাতখামাইর রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে আসে। এতক্ষণে ইঞ্জিনের সমস্ত মবিল ছিটকে মাটিতে পড়ে। এসময় ইঞ্জিনে বসা ট্রেনের অনেক যাত্রীর গায়ে কালো মবিল ছিটকে জামাকাপড় নষ্ট হয় এবং কৃষি পন্য নষ্ট হয়। আতংকিত হয়ে পড়ে অনেক যাত্রী।
ময়মনসিংহ থেকে আসা যাত্রী নাজমুল বলেন, আমি ট্রেনের সামনের বগিতে ছিলাম। হঠাৎ করে দেখি ইঞ্জিন থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। পরবর্তীতে ট্রেন চালক সাতখামাইর রেলওয়ে স্টেশনে বন্ধ করে। এসময় ট্রেনের ইঞ্জিন থেকে প্রচুর পরিমাণ মবিল ছিটে যায়। সবাই আতংকিত হয়ে পড়ে। সাড়ে ৪টা থেকে শতশত যাত্রী ভোগান্তি পোহাচ্ছে। অনেকেই বিকল্প পথে ঢাকায় ফেরার চেষ্টা করছে। অনেক নারী শিশু বৃদ্ধ কষ্ট করছে।
শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত বিকল হাওয়া ট্রেনটি সাতখামাইর রেলওয়ে স্টেশনে দাঁড়ানো রয়েছে। এখন পর্যন্ত বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা হয়নি। তিনি আরও জানান, চেষ্টা চলছে দ্রুত সময়ের মধ্যে একটি বিকল্প ইঞ্জিন এনে ট্রেনটি সরিয়ে নেওয়া হবে। এই মুহূর্তে আশপাশের বিভিন্ন রেলওয়ে স্টেশনে কয়েকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে।
বেনাপোল প্রতিনিধি : দেশের অন্যতম প্রধান স্থলবন্দর বেনাপোলে প...
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহে...
মানিকগঞ্জ প্রতিনিধি : বাউলদের দ্বারা আল্লাহকে নিয়ে কটু...
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী ব...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে দায়িত্বের শেষ প্রহরেও একটুও নরম হননি ...

মন্তব্য (০)