• সমগ্র বাংলা

পাবনায় একরাতে পাঁচটি স্বর্ণের দোকান ও মালিকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা বাজারে বুধবার (৩রা ডিসেম্বর) দিবাগত রাতে সংঘবদ্ধ ডাকাত দল পাঁচটি স্বর্ণের দোকানে ও দোকান মালিকদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি করেছে। এ সময় ডাকাত দল দোকানের শাটারের তালা ভেঙে দোকানগুলোতে প্রবেশ করে সিন্দুকসহ আলমারি ভেঙে প্রায় কোটি টাকা মূল্যের স্বর্ণ-রোপ্য অলংকার ও অন্যান্য কিছু নিয়ে যায়।

দোকানে প্রবেশের পূর্বেই দোকান মালিক আফতাব এর বাড়িতে প্রবেশ করে বাড়ির মানুষদের জিম্মি করে নগদ চল্লিশ লাখ টাকা ও স্বর্ণালংকার, তপন কর্মকার ও তার বাড়ির লোকজনদের জিম্মি করে ৪২ লক্ষ টাকা ও স্বর্ণালংকার এবং রতন কর্মকার ও তার পরিবারের লোকজনকে মারধর করে ৪৫ লক্ষ টাকা ও স্বর্ণালংকার ডাকাতি করে নেয়।

বিষয়টি জানাজানি হলে ভাঙ্গুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এলাকাবাসী জানায়, গভীর রাতে বেশ কয়েকজন সংঘবদ্ধ ডাকাতদল আফতাব, তপন কর্মকার, উত্তম কর্মকার, রতন কর্মকারসহ মোট পাঁচটি স্বর্ণের দোকান মালিকের বাড়িতে প্রবেশ করে তাদেরকে জিম্মি করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সিন্দুক শোকেসসহ সকল কিছু তছনছ করে স্বর্ণ-রোপ্য অলংকার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী দোকান মালিকরা জানান, এতে তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা।

ভাঙ্গুড়া থানা পুলিশের একটি সমর্থিত সূত্র জানায়, ২০-২৫ জনের একটি ডাকাতের দল স্পিড বোর্ড যোগে অষ্টমনীষা ঘাটে আসে। অষ্টমনীষা বাজারের দুই নাইট গার্ডকে অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে বেঁধে ফেলে। পরে তারা স্বর্ণ ব্যবসায়ীদের বাড়িতে প্রবেশ করে ব্যবসায়ী ও তার পরিবারদেরকে জিম্মি করে মারধর করতে থাকে। একপর্যায়ে বাড়িতে রাখা নগদ অর্থ স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করে সেখান থেকেও স্বর্ণালংকার সহ নগদ অর্থ লুটপাট করে ডাকাতের দল।

স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী তারিকুল ইসলাম জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে বাঘাবাড়ির দিক থেকে নদী পথে স্পিডবোর্ড যোগে ২০/২৫ জনের অস্ত্রধারী ডাকাত দল অষ্টমনিষা বাজারের ২ জন নৈশ প্রহরীকে বেঁধে রেখে সংগবদ্ধভাবে স্বর্ণ ব্যবসায়ী রতন কর্মকারসহ তার পরিবারের সদস্যদের মারধর করে ৪৫ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে।

মুখ বাধা ডাকাত দলের সদস্যরা ওই বাজারের আফতাব কর্মকার, তপন কর্মকার, ইউসুফ আলী, উত্তম স্বর্ণকারের দোকানের তালা ভেঙে আরো দেড় কোটি টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী, সিআইডি, ডিবি পুলিশসহ থানা পুলিশের সদস্যরা।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) মো. আবু বক্কার সিদ্দিক জানান, ডাকতির ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

মন্তব্য (০)





image

ইউএনও’র সক্রিয় উদ্যোগে ঈশ্বরগঞ্জে ১৪০ স্কুলে সুষ্ঠুভাবে ব...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: তিন দফা দাব...

image

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন মনিরুল ইসলাম

নড়াইল প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল...

image

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

লালমনিরহাট প্রতিনিধি : আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষকালের অনুষ্ঠান ...

image

আমরা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই: অধ্যাপ...

ময়মনসিংহ প্রতিনিধি : পৃথিবীর কর্তৃত্ব একমাত্র আল্লাহ তায়ালার। বর্তমানে কর্তৃত...

image

বন্ধুর ভালোবাসার টানে দক্ষিণ কোরিয়া থেকে শার্শায় সিমকো ইয়ং

বেনাপোল প্রতিনিধি : সুদূর দক্ষিণ কোরিয়া থেকে বন্ধুর ভালোবাসা ও মায়ার টানে ব...

  • company_logo