• লিড নিউজ
  • জাতীয়

প্রতিবন্ধীদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান

  • Lead News
  • জাতীয়

ফাইল ছবি

নিউজ ডেস্কঃ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সুরক্ষা ও উন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

‎তিনি বলেন, ‘প্রতিবন্ধী ব্যক্তি আমাদেরই আপনজন; সমাজ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ। তাদেরকে সঠিক মর্যাদা, সেবা ও পরিচর্যা, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করা সম্ভব। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের ইকো সিস্টেমের মাধ্যমে সম্পৃক্তকরণ এখন সময়ের দাবি।’

‎বুধবার রাজধানীর মিরপুরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন চত্বরে ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এ আহ্বান জানান।

‎অনুষ্ঠানের শুরুতেই তিনি বিজয়ের এ মাসে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

‎সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খান এবং আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার।

‎স্বাগত বক্তব্য দেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) বিজয় কৃষ্ণ দেবনাথ।

‎অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, উন্নয়ন সহযোগী ও সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

‎শারমীন মুরশিদ বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্ব ও সমান অংশগ্রহণে এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সারাবিশ্বের মত বাংলাদেশেও প্রতিবছর ৩ ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। এই দিনে প্রতিবন্ধীদের অধিকার, মর্যাদা ও কল্যাণের কথা স্মরণ করা হয়।

‎তিনি আরও বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও সামাজিক অগ্রগতি তখনই সম্ভব, যখন আমরা সমাজের সকল স্তরের মানুষকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে পারব।

‎উপদেষ্টা বলেন, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন একটি বড় সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

‎তিনি জানান, বলেন, সমাজসেবা অধিদপ্তর অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে সারাদেশে প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচি পরিচালনা করছে। এ পর্যন্ত ৩৮ লাখ ৩৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে ১২টি ক্যাটাগরিতে চিহ্নিত করে কেন্দ্রীয় ডাটাবেজ বা সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মাঝে ‘সুবর্ণ নাগরিক’ কার্ড বিতরণ কার্যক্রম চলছে।

‎সমাজকল্যাণ উপদেষ্টা আরও বলেন, চলতি অর্থবছরে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ৩৪ লাখ ৫১ হাজার প্রতিবন্ধী ব্যক্তিকে মাসিক ভাতা দিয়েছি। এছাড়া ৮১ হাজার প্রতিবন্ধী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি দিয়েছি।

‎থেরাপি সেবা সহায়ক উপকরণ বিতরণ এবং তিন দিনব্যাপী প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়ন মেলার আয়োজন করার জন্য জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান তিনি।

‎উপদেষ্টা বলেন, কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়। ‘অন্তর্ভুক্তিমূলক সমাজ’ গড়তে হলে আমাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। রাস্তাঘাট, গণপরিবহন, অফিস- আদালত এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রতিবন্ধী-বান্ধব করে গড়ে তুলতে হবে। কর্মক্ষেত্রে তাদের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে।

‎পরে তিনি বিভিন্ন কাজের অবদানের জন্য ২০ জন পুরস্কারপ্রাপ্ত প্রতিবন্ধী ব্যক্তি, প্রতিবন্ধিতা উত্তরণে কাজ করে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রতিবন্ধীদের সফল অভিভবিক ও কেয়ারগিভারকে নগদ ১০ হাজার টাকা, ক্রেস্ট এবং সনদ প্রদান করেন।

‎প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ক্যাম্পাসের মেলায় এ বছরও প্রতিবন্ধীদের তৈরি ৩২টি স্টল অংশ নিয়েছে। মেলাটি ৩ থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

মন্তব্য (০)





image

‎খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত; চিকিৎসায় যুক্তরা...

নিউজ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস...

image

‎নির্বাচনকে সামনে রেখে জনমুখী ও উদ্ভাবনী প্রচার কৌশল গ্রহ...

নিউজ ডেস্কঃ আসন্ন ত্রয়োদশ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর...

image

‎নতুন প্রজন্মের তরুণরা এখন চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা...

নিউজ ডেস্কঃ শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, নতু...

image

মানুষের অধিকার আদায়ে আলেম সমাজের অবদান অনস্বীকার্য: উপদেষ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশের ক্রান্তিলগ্নে মানুষের অধিকার আদায় ও গ...

image

‎৭ ডিসেম্বরের পর যেকোন দিন সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল:...

নিউজ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণ...

  • company_logo