ছবিঃ সিএনআই
বগুড়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়ায় কুরআন খতম, দোয়া মাহফিল এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার বাদ আসর জেলা ছাত্রদলের আয়োজনে শহরের নবাববাড়ি সড়কের দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। সংগঠনের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাইন ও সাংগঠনিক সম্পাদক সহিদুন নবী সালাম।
এসময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহমুদুর রহমান শানজাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হৃদয়, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সহ-সাধারণ সম্পাদক তামজীদ, মাহি, আরিফুল, দপ্তর সম্পাদক সোহান ইসলাম, প্রচার সম্পাদক জামিউল হাসান জিহাদ, শহর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান অর্ণব, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হীরা, সদস্য সচিব হোসেন সোহাগ, গাবতলী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাঙ্গা, শাজাহানপুর উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ ছোটন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, শেরপুর ছাত্রদল নেতা রাফি আলামিন, পৌর ছাত্রদল নেতা রাব্বি, সোনাতলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জরিফুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
নিউজ ডেস্ক : রাজধানীসহ সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর...
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যো...
লালমনিরহাট প্রতিনিধি ::ভূ-বেষ্টিত দেশ ভুটানের ট্রানজিট পণ্য ...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : বাংলাদেশ জা...

মন্তব্য (০)