• সমগ্র বাংলা

মেলান্দহে গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী লিটন মিয়ার পথসভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনসাধারণের সর্মথন পেতে জামালপুরের মেলান্দহে গনঅধিকার পরিষদের পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (৩০ নভেম্বর) রাত ৮টার দিকে  গণঅধিকার পরিষদ ঘোষেরপাড়া ইউনিয়নের আয়োজনে পূর্ব ছবিলাপুর গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় আলহাজ্ব চাঁন মিয়া আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি লিটন মিয়া।

প্রধান অতিথির বক্তব্যে লিটন মিয়া বলেন, গত জুলাই আন্দোলনে গণঅধিকার পরিষদ সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আগামী নির্বাচনে যদি গণঅধিকার পরিষদ সংসদে যেতে পারে তাহলে আপনাদের ন্যায্য অধিকারটা আদায় করে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। এখনো শিক্ষাখাতে অনেক দুর্নীতি চলছে অনেক অনিয়ম আছে সেইগুলো নির্মূল করার জন্য চেষ্টা করবো। 

তিনি আরও বলেন, ইতপূর্বে আপনারা যদি প্রধানমন্ত্রী নির্বাচন করতে ভুল না করতেন তাহলে আর নতুন করে এই দেশকে স্বাধীন করতে হতো না। তাই সামনের দিনে যেন আপনাদের সিদ্ধান্ত নিতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখবেন। 

লিটন মিয়া বলেন, নেতৃত্বকে ঠিক রাখার জন্য নতুন করে আবার আমাদের দেশে একটা স্বাধীনতা হয়েছে। সেই স্বাধীনতা কি আজও আমরা পাইছি? পাইনি। কিছু কিছু জায়গায় দেখতেছি পাথর দিয়ে মাথা ফাটানো হচ্ছে। এই পাথরের দিয়া মাথা ফাটানোর রাজনীতি দেখতে চাইনি। আমরা শান্তিপূর্ণ একটা রাজনীতি চাই। শান্তিপূর্ণ একটা রাষ্ট্র চাই। শান্তিপূর্ণ একটা এলাকা চাই।

গণধিকারের পথসভায়, মেলান্দহ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ওলি উল্লাহ, সহ-সভাপতি রিফাত রাহি, স্থানীয় গণঅধিকার পরিষদের নেতা সামিউল ইসলাম, সোহাগ রানা, জাহাঙ্গীর আলম হিমেল, সামিউল ইসলাম জয়সহ জেলা ও উপজেলা ছাত্র, যুব ও গন অধিকার পরিষদের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

 

মন্তব্য (০)





image

গোপালপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদ...

image

মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ৩০ হাজা...

মাগুরা প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়...

image

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্...

পঞ্চগড় প্রতিনিধি : সীমান্ত নিরাপত্তায় প্রতিষ্ঠা ও কার্যক্রম শুরুর ৫০ বছর...

image

জামালপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও কম্বল বিতরণ

জামালপুর প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া...

image

দূর্নীতিমুক্ত উন্নয়নের বাংলাদেশ গড়তে অঙ্গীকার আলহাজ্ব শাহ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে...

  • company_logo